যুক্তরাজ্য প্রবাসী বিশিষ্ট মানবাধিকার কর্মী ও সমাজসেবী রেজওয়ান আলী কয়েছ বলেছেন, মানুষের কল্যাণে কাজ করে যে আত্মতৃপ্তি পাওয়া যায় তার তুলনা হয় না। আল্লাহ রব্বুল আলামীনের রহমতে ইবাদত মনে করেই গ্রামের রাস্তাঘাট, মসজিদ উন্নয়নে কাজ করে যাচ্ছি। এতেকরে এলাকাবাসীর ব্যাপক উৎসাহ পেলেও কতিপয় লোকদের অহেতুক প্রতিহিংসার শিকার হয়েছি। এরপরও সবসময় সুযোগ খুঁজি মানব সেবায় কাজ করতে। সবাই মিলেমিশে সহযোগীতা করলে গ্রামের সামগ্রিক উন্নয়নে আমার সর্বাত্মক প্রচেষ্ঠা অব্যাহত থাকবে ইনশাআল্লাহ।
শুক্রবার (৩ ফেব্রুয়ারি) বাদ জুমা বালাগঞ্জ উপজেলার দেওয়ানবাজার ইউনিয়নের নিজ গ্রাম শিওরখাল গ্রামবাসীর সাথে মতবিনিময়কালে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
মতবিনিময়কালে অন্যাদের মধ্যে উপস্থিত ছিলেন- যুক্তরাজ্য প্রবাসী সজ্জাদ আলী, যুক্তরাজ্য প্রবাসী সিরাজুল ইসলাম চৌধুরী সুহেল, আমেরিকা প্রবাসী মো. তাহির মিয়া, প্রবীণ মুরব্বী আব্দুল করিম তালুকদার, হাজী রুস্তম আলী আব্দুর রউফ, আব্দুল গনি, তজমুল আলী, আব্দুল হাসেম,সুরুজ আলী, নেফুর মিয়া, ওলিউর রহমান ছুফি, আমিরুল ইসলাম জিতু, ওদুদ মিয়া, ইসলাম মিয়া, স্বাস্থ্যসহকারী সোহেল আহমদ, সাংবাদিক শাহ মো. হেলাল, যুবকদের মধ্যে- মো. সমছু মিয়া, রাজু খান, দুদু মিয়া, আব্দুল জব্বার, মাশুকুর রহমান, ফিরোজ আলী, আব্দুস শহীদ,এনাম মিয়া, কয়েস আহমদ, আবু বক্কার, ময়নুল ইসলাম, কবির মিয়া প্রমূখ।
এসময় তিনি বিভিন্ন সমস্যার কথা শোনেন এবং তা সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেন। এছাড়া শিওরখাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পশ্চিম হতে মরহুম হাজী জাবিদ আলীর বাড়ি পর্যন্ত রাস্তা পাকা ও ড্রেনের নির্মাণকাজ শুরু করার বিষয়ে আলোচনা করেন
এবং অচিরেই এই রাস্তা ও ড্রেনের কাজ শুরু হওয়ার সিদ্ধান্ত হয়।
এর আগে সমাজসেবী রেজুওয়ান আলী কয়েছের পারিবারিক উদ্যোগে স্থানীয় বায়তুল আমান জামে মসজিদে মিলাদ ও দুয়া মাহফিল অনুষ্ঠিত হয়।