শনিবার, ৫ অক্টোবর ২০২৪ খ্রিস্টাব্দ | ২০ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

বালাগঞ্জের জনকল্যাণ বাজারে এমপি হাবিবুর রহমান হাবিব সংবর্ধিত



বালাগঞ্জ উপজেলার দেওয়ানবাজার ইউনিয়নের ৪ ও ৫ নং ওয়ার্ড আওয়ামী লীগের উদ্যোগে সিলেট-৩ আসনের সংসদ সদস্য ও প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য হাবিবুর রহমান হাবিবকে এক গণ সংবর্ধনা প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) বিকেলে স্থানীয় জনকল্যাণ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ম্যানচেষ্টার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ জাফর আহমদের সহযোগিতায় এই সংবর্ধনা প্রদান করা হয়।

৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো. আমিন মিয়ার সভাপতিত্বে এবং ৫ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম ও হেলাল মিয়ার পরিচালনায় অনুষ্ঠান- বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন- বালাগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান মোস্তাকুর রহমান মফুর, ভাইস চেয়ারম্যান সামস উদ্দিন সামস, বালাগঞ্জ-ওসমানীনগর গরীব কল্যাণ ট্রাস্টের সাবেক সভাপতি কলিম উল্লাহ বকুল, দেওয়ানবাজার ইউনিয়ন আওয়ামী লীগের আহবায়ক আলহাজ্ব এমএ মালেক, সদস্য সচিব ময়নুল ইসলাম সালেহ, ম্যানচেষ্টার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ জাফর আহমদ, উপজেলা আওয়ামী লীগ নেতা মো. শিরমান উদ্দিন, সাবেক ইউপি মেম্বার ইলিয়াস মিয়া, কনর মিয়া, নেছাওর আলী, যুক্তরাজ্য আওয়ামী লীগ নেতা শেখ জিল্লুর রহমান জিলা, দেওয়ানবাজার ইউনিয়নের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল জলিল, ইউনিয়ন পরিষদের মেম্বারদের মধ্যে – শামীম আহমদ, সামছুল ইসলাম ইরন, আব্দুর রকিব, আশিকুর রহমান, ইনা বেগম ও খন্দকার আব্দুর রকিব,
আওয়ামী লীগ নেতা আবরু মিয়া, আব্দুস শাহাদাত রুকন, মো. চুনু মিয়া, লাল মিয়া, মশহুদ আহমদ, যুবলীগ নেতা সুহেল আহমদ, শেখ আমির মুহাম্মদ শুভ, সাইফুল ইসলাম লয়লু সোহেল আহমদ, কওসর আহমেদ মিনু, জামিল আহমদ প্রমুখ।

অনুষ্ঠানে সংবর্ধিত অতিথিকে ফুলেল শুভেচ্ছা, সম্মাননা ক্রেষ্ট, মানপত্র ও বিশেষ অতিথিদের ক্রেষ্ট প্রদান করা হয়।

শেয়ার করুন:

প্রিন্ট করুন প্রিন্ট করুন

error: Content is protected !!