রবিবার, ৮ সেপ্টেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ | ২৪ ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ

শোক

লণ্ডন বাংলা প্রেস ক্লাবের সদস্য কামরুল ইসলামের মাতা ফুলতেরা বিবি আলীর মৃত্যুতে ক্লাব নেতৃবৃন্দের শোক



লণ্ডন বাংলা প্রেস ক্লাবের সদস্য ও চ্যানেল এস-এর ব্রিস্টল প্রতিনিধি কামরুল ইসলামের মাতা ফুলতেরা বিবি আলীর মৃত্যুতে লণ্ডন বাংলা প্রেস ক্লাবের নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন। ক্লাব সভাপতি মোহাম্মদ এমদাদুল হক চৌধুরী, সাধারণ সম্পাদক তাইসির মাহমুদ ও কোষাধ্যক্ষ সালেহ আহমেদ এক শোকবার্তায় মরহুমার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সহানুভূতি ও সমবেদনা জ্ঞাপন করেন । নেতৃবৃন্দ মরহুমার রুহের মাগফিরাত কামনার পাশাপাশি তাঁর স্বজনদের ধৈর্য্য ধারণের শক্তি দানের জন্য মহান সৃষ্টিকর্তার কাছে দুয়া করেন।

উল্লেখ্য, মঙ্গলবার (৯ জানুয়ারি) বাংলাদেশ সময় ভোর রাত ৩টা ৮ মিনিটে সিলেটের ওসমানীনগর উপজেলার উসমানপুর ইউনিয়নের মীরপুর গ্রামের নিজ বাড়ীতে (আলী ভিলা) তিনি ইন্তেকাল করেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তাঁর বয়স হয়েছিল ৮২ বছর। তিনি লিভার ক্যান্সারে ভুগছিলেন।

মৃত্যুকালে তিনি ছয় ছেলে, দুই মেয়ে, নাতি-নাতনিসহ বহু আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

৯ জানুয়ারি বাদ জোহর সিলেটের ওসমানীনগর উপজেলার মীরপুর গ্রামে জানাজা শেষে পারিবারিক গোরস্তানে তাকে দাফন করা হয়েছে।

পরিবারের পক্ষ থেকে কামরুল ইসলাম তাঁর মায়ের মাগফেরাতের জন্য সকলের দুয়া কামনা করেছেন।

শেয়ার করুন:

প্রিন্ট করুন প্রিন্ট করুন

error: Content is protected !!