বুধবার, ১৮ সেপ্টেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ | ৩ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

কমলগঞ্জে একটি ব্রিজের অভাবে ২৫টি গ্রামের মানুষ চরম দুর্ভোগে



মৌলভীবাজারের কমলগঞ্জে ধলাই নদীতে একটি ব্রিজের অভাবে ২৫টি গ্রামের মানুষ চরম দুর্ভোগে আছেন। এলাকার সাধারণ মানুষের যাতায়াত ছাড়াও কৃষি কাজের জন্য নদীর দু’পাশের মানুষের যাতায়াত এবং স্কুল, কলেজ ও মাদ্রাসার ছাত্রছাত্রীদের জন্য এ ব্রিজটি নির্মাণ অতীব জরুরি হয়ে পড়েছে। বর্তমানে ২৫টি গ্রামের হাজার হাজার মানুষের যাতায়াতের একমাত্র ভরসা হচ্ছে বাঁশের সাঁকো আর খেয়া।

এলাকাবাসী স্বেচ্ছাশ্রমে প্রতিবছর খরা মৌসুমে বাঁশের সাঁকো তৈরি করেন আবার বর্ষা মৌসুমে তা পানিতে তলিয়ে যায়। আর সেই বাঁশের তৈরি সাঁকোর উপর দিয়েই জীবনের ঝুঁকি নিয়ে স্কুল-কলেজ ও মাদ্রাসার ছাত্রসহ বৃদ্ধ-গর্ভবতী মহিলা ও অসুস্থ রোগীরাসহ সকল শ্রেণী পেশার মানুষ নিত্য পারাপার হচ্ছেন। পৌরসভার ১নং ওয়ার্ড করিমপুর গোপালনগর খেয়াঘাট হয়ে সদর ইউনিয়নের সাথে এই সড়কের যোগাযোগ। একমাত্র বাঁধা হচ্ছে ধলাই নদী যেখানে একটি ব্রিজ স্বাধীনতার পর থেকে এলাকাবাসীর প্রাণের দাবির পরেও আজ পর্যন্ত এ ব্রিজ নির্মাণ তো দূরের কথা কোনো উদ্যোগও নেয়া হয়নি।

মঙ্গলবার (৩০জানুয়ারি)  সকালের দিকে সরেজমিনে গেলে এ প্রতিনিধির সাথে আলাপকালে নবম শ্রেণীর ছাত্রী জান্নাতুল ফেরদাউস বলেন, বৃষ্টির সময় ছাতা ও বই নিয়ে বিপদে থাকি। ছাতা হাতে ধরবো নাকি বই ধরবো, নাকি বাঁশের সাঁকো ধরে ধরে এই জায়গাটি পেরিয়ে যাব।

মাদ্রাসা শিক্ষার্থী মুমিনা বলেন, সাঁকোটি পারাপার হতে গিয়ে অনেকেরই বই কলম খাতা পানিতে পড়ে ভিজে যায়।

স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে স্থানীয় জনপ্রতিনিধিদের কাছে এই খেয়াঘাটে একটি সেতু নির্মাণের দাবি জানালেও দাবিটি বার বারই উপেক্ষিত।
স্থানীয় বাসিন্দাদের সাথে আলাপ করলে তারা আরো জানান, বাজারের সদাই দোকানির মাল কৃষি যন্ত্রপাতি পারাপারে ভোগান্তি হয়।

ফসলের বুঝা নিয়ে অতিকষ্টে সাঁকোটি পার হন সত্তর ঊর্ধ্ব বয়সের কৃষক আবদুল মনাফ। তিনি বলেন, গত ৫০ বছরে সাঁকোটি পারাপার হতে গিয়ে কয়েকশ লোক আহত হয়েছেন ও অনেকে পঙ্গুত্ব বরণ করেছেন।

স্থানীয় পৌর কাউন্সিলর যুবলীগ নেতা দেওয়ান আব্দুর রহিম মুহিন আলাপকালে এ প্রতিনিধিকে বলেন, এখানে একটি ব্রিজ নির্মাণের জন্য এলাকাবাসীর পক্ষ থেকে স্থানীয় প্রশাসনসহ জেলা প্রশাসক মহোদয়কে জানানো হয়েছে।

স্থানীয় চেয়ারম্যান আব্দুল হান্নান বলেন, এখানে একটি সেতু নির্মাণের দাবি এলাকাবাসীর দীর্ঘদিনের। এখানে একটি ব্রিজ নির্মাণ করা হলে কমলগঞ্জ পৌরসভার সাথে সদর ইউনিয়নের যোগাযোগের একটি সেতু বন্ধন তৈরি হবে।

শেয়ার করুন:

প্রিন্ট করুন প্রিন্ট করুন

error: Content is protected !!