এরপর বাদ জোহর সিলেট নগরীর কদমতলী পয়েন্ট জামে মসজিদে কোরআন খতম পরবর্তী মিলাদ মাহফিলে শরিক হন। মিলাদ মাহফিল শেষে সংসদ সদস্য পদপ্রার্থী মাহমুদ উস সামাদ চৌধুরী আনুষ্ঠানিকভাবে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা মার্কার পক্ষে প্রচারণা শুরু করেন। এ সময় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।