اللَّهُمَّ لَكَ صُمْتُ وَعَلَى رِزْقِكَ أَفْطَرْتُ
উচ্চারণ : আল্লাহুম্মা লাকা সুমতু, ওয়া আলা রিজকিকা আফতারতু।
অর্থ : হে আল্লাহ, আমি আপনারই জন্য রোজা রেখেছি এবং আপনার দেওয়া জীবিকা দিয়ে ইফতার করছি।
হাদিস : মুয়াজ ইবনে জুহরা (রা.) বলেন, তাঁর কাছে পৌঁছেছে যে রাসুলুল্লাহ (সা.) যখন ইফতার করতেন তখন এই দুয়া পড়তেন। (সুনানে আবু দাউদ, হাদিস : ২৩৫৮)
অন্য হাদিসে আরেকটি দুয়ার কথাও এসেছে। তা হলো,
ذَهَبَ الظَّمَأُ وَابْتَلَّتْ الْعُرُوقُ وَثَبَتَ الأَجْرُ إِنْ شَاءَ اللَّهُ
উচ্চারণ : ‘যাহাবাজ জামউ ওয়াবতাল্লাতিল উরুকু ওয়া সাবাতাল আজরু ইনশাআল্লাহ।’
অর্থ : তৃষ্ণা নিবারণ হয়েছে। শিরা-উপশিরা সিক্ত হয়েছে এবং আল্লাহর ইচ্ছায় প্রতিদান নিশ্চিত হয়েছে।
হাদিস : ইবনে ওমর (রা.) বলেছেন, রাসুলুল্লাহ (সা.) যখন ইফতার করতেন তখন তিনি এই দুয়া পড়তেন।