শনিবার, ২ নভেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ | ১৮ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ

ইফতারের দুয়া



রমজানের অন্যতম ইবাদত ইফতার। আল্লাহর নির্দেশ পালনে সারাদিন রোজা পালন করে সূর্যান্তের সঙ্গে সঙ্গে দেরি না করে ইফতার করতে হয়। দ্রুত ইফতার করা সুন্নাত ও কল্যাণের আমল। এ কল্যাণ পেতে সময় হওয়ার সঙ্গে সঙ্গে বিশেষ দুয়া ও নিয়ম মেনে ইফতার করা জরুরি। ইফতার শুরুর আগে রাসুল (সা.) একটি দুয়া পড়তেন। তা হলো,

اللَّهُمَّ لَكَ صُمْتُ وَعَلَى رِزْقِكَ أَفْطَرْتُ

উচ্চারণ : আল্লাহুম্মা লাকা সুমতু, ওয়া আলা রিজকিকা আফতারতু।

অর্থ : হে আল্লাহ, আমি আপনারই জন্য রোজা রেখেছি এবং আপনার দেওয়া জীবিকা দিয়ে ইফতার করছি।

হাদিস : মুয়াজ ইবনে জুহরা (রা.) বলেন, তাঁর কাছে পৌঁছেছে যে রাসুলুল্লাহ (সা.) যখন ইফতার করতেন তখন এই দুয়া পড়তেন। (সুনানে আবু দাউদ, হাদিস : ২৩৫৮)

অন্য হাদিসে আরেকটি দুয়ার কথাও এসেছে। তা হলো,

ذَهَبَ الظَّمَأُ وَابْتَلَّتْ الْعُرُوقُ وَثَبَتَ الأَجْرُ إِنْ شَاءَ اللَّهُ

উচ্চারণ : ‘যাহাবাজ জামউ ওয়াবতাল্লাতিল উরুকু ওয়া সাবাতাল আজরু ইনশাআল্লাহ।’

অর্থ : তৃষ্ণা নিবারণ হয়েছে। শিরা-উপশিরা সিক্ত হয়েছে এবং আল্লাহর ইচ্ছায় প্রতিদান নিশ্চিত হয়েছে।

হাদিস : ইবনে ওমর (রা.) বলেছেন, রাসুলুল্লাহ (সা.) যখন ইফতার করতেন তখন তিনি এই দুয়া পড়তেন।

শেয়ার করুন:

প্রিন্ট করুন প্রিন্ট করুন

error: Content is protected !!