শুক্রবার, ১১ অক্টোবর ২০২৪ খ্রিস্টাব্দ | ২৬ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

বালাগঞ্জে ৫টি ওয়ার্ড আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত



সিলেট-৩ আসনের সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিব বলেছেন, প্রধানমন্ত্রী দেশরত্ম শেখ হাসিনার যোগ্য নেতৃত্বে বাংলাদেশ সগৌরবে এগিয়ে যাচ্ছে। আগামী জাতীয় সংসদ নির্বাচনেও শেখ হাসিনার যোগ্য নেতৃত্বে সরকার গঠনের মাধ্যমে দেশের উন্নয়ন অগ্রযাত্রা অব্যাহত থাকবে। তিনি গত রোববার (০৯ জুলাই) সন্ধ্যায় বালাগঞ্জের দেওয়ান বাজার ইউনিয়নের ৬, ৭ এবং ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতাকালে উপরোক্ত কথা বলেন। স্থানীয় মোরারবাজারের আছিয়া কমিউনিটি সেণ্টারে অনুষ্ঠিত সম্মেলনে প্রথম অধিবেশনে সভাপতিত্ব করেন ৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মুজিবুর রহমান। ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি শেখ আবুল কালামের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মোস্তাকুর রহমান মফুর, সাধারণ সম্পাদক ও বোয়ালজুড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আনহার মিয়া, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল মালিক রুনু, যুগ্ম সাধারণ সম্পাদক ও বালাগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এম.এ মতিন, ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মকদ্দছ আলী, ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল আহাদ।

সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে সভাপতিত্ব করেন দেওয়ান বাজার ইউনিয়ন আওয়ামী লীগের আহবায়ক হাজী এম.এ মালেক এবং পরিচালনা করেন দেওয়ান বাজার ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য সচিব মইনুল ইসলাম সালেহ। সম্মেলনে উপস্থিত ছিলেন উপজেলা, ইউনিয়ন এবং ওয়ার্ড আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।এদিকে গত সোমবার (১০ জুলাই) সন্ধ্যায় বালাগঞ্জের দেওয়ান বাজার ইউনিয়নের ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন বালাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মোস্তাকুর রহমান মফুর। বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন উপজেলা শাখার সাধারণ সম্পাদক ও বোয়ালজুড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আনহার মিয়া। সম্মেলনের প্রথম অধিবেশনের সভাপতিত্ব করেন ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি হাজী সাইস্তা মিয়া। সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে সভাপতিত্ব করেন দেওয়ান বাজার ইউনিয়ন আওয়ামী লীগের আহবায়ক হাজী এম.এ মালেক। পরিচালনা করেন ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য সচিব মইনুল ইসলাম সালেহ। সম্মেলনে হাজী সাইস্তা মিয়া সভাপতি এবং ইসলাম উদ্দিন সাধারণ সম্পাদক নির্বাচিত হন। সম্মেলনে উপজেলা, ইউনিয়ন এবং ওয়ার্ড আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এর আগে সোমবার (১০ জুলাই) বিকালে দেওয়ান বাজার ইউনিয়নের ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হয়।

শেয়ার করুন:

প্রিন্ট করুন প্রিন্ট করুন

error: Content is protected !!