মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী ৩০ লক্ষ শহীদের স্মরণে দেশব্যাপী ৩০ লক্ষ বৃক্ষ রোপন কর্মসূচি এর অংশ হিসেবে বালাগঞ্জ উপজেলায় উপজেলা প্রশাসনের উদ্যোগে বৃক্ষ রোপন কর্মসূচীর উদ্বোধন করা হয়েছে।
১৮জুলাই (বুধবার) উপজেলার বোয়ালজুড়ে আনুষ্ঠানিকভাবে এ কর্মসূচি উদ্বোধন করেন বালাগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আবদাল মিয়া। উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবদুল হক, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবদুর রাকিব ভুইয়া, চান্দাইপাড়া মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা সারওয়ার জাহান চৌধুরী, আনহার মিয়াসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্টানের শিক্ষকবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।