বালাগঞ্জের বৈশাখী ক্রীড়া উন্নয়ন ও সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে পবিত্র মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ১৩জুন বুধবার এ উপলক্ষে বালাগঞ্জ সদরস্থ এমএ খান অডিটোরিয়ামে সংস্থার সভাপতি ম, আ মুহিত এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক প্রদীপ দাসের পরিচালনায় প্রধান অতিথি’র বক্তৃতায় বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এডভোকেট মিছবাহ উদ্দিন সিরাজ বলেন, দীর্ঘদিন ধরে আওয়ামীলীগের রাজনীতির সাথে সম্পৃক্ত। আসন্ন সংসদ নির্বাচনে দলীয় মনোনয়ন চাইবো। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলা ডিজিটাল বাংলাদেশ গড়ার ক্ষেত্রে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিকল্প নেই।
প্রধান বক্তার বক্তব্যে সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরী আগামী নির্বাচনে নৌকা প্রতিকের প্রার্থীদের বিজয় নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান। মাহফিলে বিশেষ অতিথি হিসাবে বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন বালাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো. আব্দুল হক, বোয়ালজুড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, বালাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বোয়ালজুড় ইউনিয়নের চেয়ারম্যান মো. আনহার মিয়া, বালাগঞ্জ থানার অফিসার ইনচার্জ এসএম জালাল উদ্দিন, পূর্ব পৈলনপুর ইউনিয়নের চেয়ারম্যান মো. আব্দুল মতিন, মোগলাবাজার ইউপি চেয়ারম্যান মো. ফখরুল ইসলাম সাইস্তা, উপজেলা যুবলীগের সিনিয়র যুগ্ম আগবায়ক মো. জুনেদ মিয়া, যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অরুনোদয় পাল ঝলক, এসএম মেমোরিয়াল ট্রাস্টের সহসভাপতি লতিফুর রহমান সাহেদ। স্বাগত বক্তব্য রাখেন সংস্থার সদস্য ও উপজেলা পূজা পরিষদের সভাপতি সাংবাদিক রজত চন্দ্র দাস ভুলন। শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন যুবলী নেতা সুহেল বারী। অনুষ্ঠানে অন্যন্যদের মধ্য উপস্থিত ছিলেন বালাগঞ্জ উপজেলা আওয়ামীলীগের উপদেষ্টা হাজী লাল মিয়া, জেদ্দা আওয়ামীলীগ নেতা হাজী মোক্তার মিয়া, হাজী আলাউদ্দিন, কুশিয়ারা কুলের প্রকাশক হুসাইন আহমদ, সিলেট জেলা বঙ্গবন্ধু শিশুকিশোর মেলার সহসভাপতি মো. এমরানুর রহমান ইমরান, বালাগঞ্জ উপজেলা হিন্দু বৌদ্ব খ্রীষ্টান ঐক্য পরিষদের সভাপতি ডা. পবিত্র রঞ্জন বনিক সাধারন সম্পাদক শান্তিব্রত চৌধুরী, রাজনগর উপজেলা পুজা পরিষদের যুগ্মসাধারন সম্পাদক সুধেন্দু দাস অমল, বালাগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক নয়ন তালুকদার, বালাগঞ্জ খেলোয়ার কল্যান সংস্থার সভাপতি আইনুর আহমদ রুমন, আওয়ামীলীগ নেতা বাবু কৃপেষ শুক্লবৈদ্য, শেখ মঞ্জুরুল ইসলাম মঞ্জু, মিজানুর রহমান টুনু, আজহার মিয়া, পীর মজনু মিয়া, লয়লুছ মিয়া, আজিজুল বাসির, দিপংকর ধর, শিক্ষক সঞ্জয় দাস, এডি অনন্ত দাস, যুবনেতা লিটন মিয়া, নুরুজ্জামান, বালাগঞ্জ উপজেলা ছাত্রলীগের সভাপতি আব্দুর রকিব জুয়েল, বালাগঞ্জ ডিগ্র কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক কামরুল ইসলাম, যুগ্ম সাধারন সম্পাদক রাশেদ আহমদ জয়, ছাত্রলীগ নেতা মো. শাহজাহান মিয়া, ইফতেখার আহমদ রাকীব প্রমূখ।