বাংলাদেশ খেলাফত মজলিস বালাগঞ্জ উপজেলা শাখার সহসভাপতি ও দেওয়ান বাজার ইউপি শাখার সভাপতি মাওলানা মুহিবুর রহমান (রহ.) স্বরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৭ ডিসেম্বর) মোরারবাজারস্থ আছিয়া কমিউনিটি সেন্টারে বাংলাদেশ খেলাফত মজলিস উদ্যোগে আয়োজিত এ মাহফিল অনুষ্ঠিত হয়।
মাহফিলে প্রধান অতিথির বক্তৃতায় বাংলাদেশ খেলাফত মজলিস সিলেট জেলা শাখার সভাপতি মাওলানা ইকবাল হোসাইন বলেন, মাওলানা মুহিবুর রহমান ছিলেন দ্বীনের জন্য নিবেদিত প্রাণ এক সৈনিক। দীনে ইসলামের তালীমের পাশাপাশি তাবলীগে দীন ও তাগলীবে দ্বীনের জন্যও নিজেকে বিলিয়ে দিয়ে গেছেন।
মাহফিলে সভাপতিত্ব করেন বাংলাদেশ খেলাফত মজলিস বালাগঞ্জ উপজেলা শাখার সভাপতি মাওলানা আব্দুল মালিক। উপজেলার সহসাধারণ সম্পাদক ও যুব মজলিস সিলেট জেলার সহসভাপতি মাওলানা আব্দুল মুকিত এর পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন – বাংলাদেশ খেলাফত মজলিস সিলেট জেলার সহসভাপতি মাওলানা আব্দুল কাইয়ুম হাজী পুরী, জেলা সাধারণ সম্পাদক হাফিজ মাওলানা আতিকুর রহমান, সাংগঠনিক সম্পাদক মাওলানা মুতাসিম বিল্লাহ জালালী, উপজেলা শাখার সহসভাপতি ও জেলা যুব মজলিসের অফিস সম্পাদ মাষ্টার আমিরুল ইসলাম জিতু, উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক ও জেলা যুব মজলিসের বায়তুলমাল সম্পাদক মাওলানা এমরান আহমদ জহির, গহরপুর জামিয়ার সহশিক্ষাসচিব মুফতি ইসফাক সাফে, পূর্ব গহরপুর মাদ্রাসার মুহতামিম মাওলানা আসাদুজ্জামান, গহরপুর জামিয়ার মুহাদ্দিস মুফতি সালেহ আহমদ, আন নুর মহিলা মাদ্রাসার শিক্ষাসচিব ও মরহুমের ভাতিজা মাওলানা আব্দুল্লাহ আল মামুন, সাবেক ছাত্র নেতা মাওলানা মুশাহীদ শিকদার প্রমুখ।