শুক্রবার, ১ নভেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ | ১৭ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ

বালাগঞ্জে জাপা নেতা হুসেন আহমদ হুশিয়ারের মাতৃবিয়োগ: দাফন সম্পন্ন



বালাগঞ্জ উপজেলার দেওয়ান বাজার ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি ও মোরার বাজারের ব্যবসায়ী সুলতানপুর গ্রামের হুসেন আহমদ হুশিয়ারের মাতা গতকাল রোববার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নিজবাড়ীতে ইন্তেকাল করেছেন। আজ সোমবার (২৮ ডিসেম্বর) সকাল ১১টায় স্থানীয় সুলতানপুর জামে মসজিদ প্রাঙ্গনে মরহুমার জানাজা শেষে মসজিদ সংলগ্ন কবরস্থানে দাফন সম্পন্ন হয়েছে।

জানাজার নামাজে – মোরার বাজার জামে মসজিদের ইমাম মাওলানা আব্দুল গফুর, সুলতানপুর জামে মসজিদের ইমাম শফিকুর রহমান, সমাজসেবী বাবরু মিয়া, তজমুল আলী, শফিক মিয়া, আব্দুস শহীদ, ময়নুল ইসলাম ময়নু, আসমত আলী, উপজেলা জাপার নেতা আছলাম খান, গহরপুর রিকশা সমিতির সভাপতি ও আওয়ামী লীগ নেতা নেছাওর আলী মেম্বার, বালাগঞ্জ উপজেলা প্রেসক্লাবের অর্থ সম্পাদক এসএম হেলাল, সাবেক ইউপি মেম্বার আব্দুস ছালাম, উপজেলা যুব সংহতি সভাপতি ডাঃ আমির উদ্দিন রতন, আওয়ামী লীগ নেতা ফারুক আহমদ, শ্রমিক নেতা অলিউর রহমানসহ এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার লোকজন ও মরহুমার আত্মীয় স্বজনরা শরিক হন। জানাজার নামাজে ইমামতি করেন মরহুমার দৌহিত্র হাফিজ মাওলানা মাজেদ আহমদ।

মৃত্যুকালে তিনি ৫পুত্র এবং ৩ মেয়ে ও নাতি-নাতনীসহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন।

শেয়ার করুন:

প্রিন্ট করুন প্রিন্ট করুন

error: Content is protected !!