জানাজার নামাজে – মোরার বাজার জামে মসজিদের ইমাম মাওলানা আব্দুল গফুর, সুলতানপুর জামে মসজিদের ইমাম শফিকুর রহমান, সমাজসেবী বাবরু মিয়া, তজমুল আলী, শফিক মিয়া, আব্দুস শহীদ, ময়নুল ইসলাম ময়নু, আসমত আলী, উপজেলা জাপার নেতা আছলাম খান, গহরপুর রিকশা সমিতির সভাপতি ও আওয়ামী লীগ নেতা নেছাওর আলী মেম্বার, বালাগঞ্জ উপজেলা প্রেসক্লাবের অর্থ সম্পাদক এসএম হেলাল, সাবেক ইউপি মেম্বার আব্দুস ছালাম, উপজেলা যুব সংহতি সভাপতি ডাঃ আমির উদ্দিন রতন, আওয়ামী লীগ নেতা ফারুক আহমদ, শ্রমিক নেতা অলিউর রহমানসহ এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার লোকজন ও মরহুমার আত্মীয় স্বজনরা শরিক হন। জানাজার নামাজে ইমামতি করেন মরহুমার দৌহিত্র হাফিজ মাওলানা মাজেদ আহমদ।
মৃত্যুকালে তিনি ৫পুত্র এবং ৩ মেয়ে ও নাতি-নাতনীসহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন।