বালাগঞ্জ উপজেলার দেওয়ান বাজার ইউনিয়নের ৪ এবং ৫ নং ওয়ার্ড ছাত্রলীগের উদ্যোগে নৌকার তথা আলহাজ্ব মাহমুদ উস সামাদ চৌধুরী এমপির সমর্থনে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
২৩ অক্টোবর (মঙ্গলবার) সন্ধ্যায় স্থানীয় জনকল্যাণ বাজারে আয়োজিত এ মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন ছাত্রলীগ নেতা দিনার আহমদ। মতবিনিময় সভায় বক্তৃতা করেন জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি এমরুল হক, সাবেক সদস্য জাকির হোসেন, উপজেলা ছাত্রলীগের সাবেক নেতা রাজু আহমদ,যুবলীগ নেতা শাহিন আলম খান, ইউনিয়ন ছাত্রলীগের ধর্ম বিষয়ক সম্পাদক ইকবাল তালুকদার, ছাত্রলীগ নেতা মিরাজ আহমদ,কামাল আহমদ, শেখ রাসেল পরিষদের সভাপতি শিহাবুল ইসলাম অনিক, সাধারন সম্পাদক জিয়াউর আল সামী ও নাসিম আহমদ ।
উক্ত সভায় উপস্থিত ছিলেন ছাত্রলীগ নেতা ইমন, হাবিব আহমদ, আহমদ, মুমিন মিয়া, বাবলু আহমদ, নাঈম আহমদ, মাজেদ আহমদ, জবরুল, রুজেল আহমদ, রুজেল আহমদ, সাহাবুদ্দিন, জামিল আহমদ, রাজু, শাহান আহমদ, মিনহাজ আহমদ প্রমুখ।
মতবিনিময় সভায় বক্তারা, ইউনিয়নের বিভিন্ন উন্নয়ন কর্মকান্ড তুলে ধরে, আগামী জাতীয় সংসদ নির্বাচনে দেশের উন্নয়নের অগ্রগতি অব্যাহত রাখতে নৌকার বিজয় সুনিশ্চিত করার আহবান জানান। তাঁরা বলেন, প্রতিটি ছাত্রলীগ কর্মী এখন থেকেই এমপি মাহমুদ উস সামাদ চৌধুরীর এবং জননেত্রী শেখ হাসিনার উন্নয়নকে ঘরে ঘরে গিয়ে তুলে ধরতে হবে। খন্দকার মোস্তাকের উত্তরসূরীদের প্রতিহত করতে হবে।