বালাগঞ্জে ‘গহরপুর দেওয়ানবাজার ট্রাস্ট ইউকে’ -এর পক্ষ থেকে তিন শতাধিক গরিব, অসহায়দের মধ্যে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বস্ত্র সামগ্রী প্রদান করা হয়েছে। ১২ জুন মঙ্গলবার দুপুরে স্থানীয় মাদ্রাসাবাজার মরিয়ম কমিউনিটি সেন্টারে এসব ঈদ বস্ত্র বিতরণ করা হয়েছে।
ট্রাস্ট্রের সভাপতি ফয়ছল আলম, সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহজাহান, অর্থসম্পাদক সুহেল আহমদ, ট্রাস্ট্রের কর্মকর্তা সামসুল হক, আনহার আলী ইয়াকুব, আশিকুর রহমান, সিতাব আলী, খিজির মিয়া, ইলিয়াস মিয়া, সাহাব উদ্দিন (লালা মিয়া) ও ট্রাস্ট্রের কর্মকর্তা শামীম খানের অর্থায়নে এসব বস্ত্র বিতরণ করা হয়েছে।
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ‘গহরপুর দেওয়ানবাজার ট্রাস্ট ইউকে’র সভাপতি যুক্তরাজ্য প্রবাসী সমাজকর্মি মো. ফয়ছল আলম। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন দেওয়ান আব্দুর রহিম হাইস্কুল এন্ড কলেজের সহকারী প্রধান শিক্ষক মো. খলিলুর রহমান। সমাজকর্মি মেরাজুল ইসলাম চৌধুরীর পরিচালনায় বস্ত্র বিতরণ অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন সমাজকর্মি সিরমান উদ্দিন, কয়েছুল আলম কয়েস, সুহেদ আহমদ, ইউপি সদস্য সাইফুল ইসলাম, গহরপুর রাইটার্স ক্লাবের সভাপতি সাংবাদিক মো. জিল্লুর রহমান জিলু, সাধারণ সম্পাদক এসএম হেলাল প্রমুখ।