রবিবার, ২৪ অগাস্ট ২০২৫ খ্রিস্টাব্দ | ৯ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
Sex Cams

জামিয়া তা’লীমুল কুরআন সিলেটে প্রবাসী সংবর্ধনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত



শায়খুল কুররা হযরত মাওলানা আলী আকবর সিদ্দীক (রহ.) -এর প্রতিষ্ঠিত ঐতিহ্যবাহী জামিয়া তা’লীমুল কুরআন সিলেটের উদ্যোগে প্রবাসীদের সম্মানে এক সংবর্ধনা প্রদান ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৩ আগস্ট) দুপুরে আঞ্জুমান কমপ্লেক্সের শায়খুল কুররা ( রহ.) হলে এই সংবর্ধনা অনুষ্ঠান ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে জামিয়ার মুহতামিম মাওলানা ইমদাদুল হক নোমানীর সভাপতিত্বে এবং নায়েবে মুহতামিম মাওলানা ইনাম বিন সিদ্দিকের পরিচালনায় আয়োজিত অনুষ্ঠানে স্বাগত বক্তৃতা করেন জামিয়ার জেনারেল কমিটির সহসভাপতি হাফেজ মাওলানা তাজুল ইসলাম হাসান।অনুষ্ঠানে বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন – জামিয়ার জেনারেল কমিটির উপদেষ্টা ও আঞ্জুমানে তা’লীমুল কুরআন বাংলাদেশের কেন্দ্রীয় মজলিসে আমের সদস্য, আব্দুল আজিজ মাসুক ফাউন্ডেশনের চেয়ারম্যান, বিশিষ্ট সমাজসেবী ও দানশীল আলহাজ্ব আব্দুল আজিজ মাসুক, সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালের প্রতিষ্ঠাতা পরিচালক, বিশিষ্ট সমাজসেবী আলহাজ্ব মো. কাপ্তান মিয়া, জামিয়ার উপদেষ্টা ও সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী অধ্যাপক ডা. আখলাক আহমদ, আঞ্জুমান মৌলভীবাজার জেলা সহসভাপতি ও রাজনগর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আলহাজ্ব মাওলানা ক্বারী আহমদ বিলাল, জামেয়ার জেনারেল কমিটির সদস্য ইঞ্জিনিয়ার শাহজাহান কবীর ডালিম, আঞ্জুমান সিলেট জেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা ক্বারী হিফজুর রহমান, বালাগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. জিল্লুর রহমান জিলু, কোষাধ্যক্ষ এসএম হেলাল প্রমুখ।সংবর্ধিত অতিথিবৃন্দের মধ্যে বক্তৃতা করেন – বিশিষ্ট ইসলামি চিন্তাবিদ যুক্তরাজ্য প্রবাসী মাওলানা এনামুল হাসান ছাবির, আঞ্জুমান সংযুক্ত আরব আমিরাত শাখার সিনিয়র সহসভাপতি, বিশিষ্ট ব্যবসায়ী মাওলানা ক্বারী সাইফুল ইসলাম ইয়াহিয়া, বিশিষ্ট আলেমে দ্বীন সৌদিআরব প্রবাসী মাওলানা আব্দুল হান্নান, আঞ্জুমান সংযুক্ত আরব আমিরাত শাখার অর্থ সম্পাদক মাওলানা ক্বারী ইলিয়াস আহমদ, প্রচার সম্পাদক মাওলানা ক্বারী হাবীবুল্লাহ।

অতিথিবৃন্দ তাঁদের বক্তব্যে জামিয়ার সার্বিক কার্যক্রমে সন্তোষ প্রকাশ করে জামিয়ার সামগ্রিক উন্নয়নে গুরুত্বপূর্ণ পরামর্শ প্রদান করেন। এবং নব্যপ্রতিষ্ঠিত তা’লীমুল কুরআন বালিকা মাদ্রাসার জমি ক্রয় ও নির্মাণ কাজে সহযোগিতার আশ্বাস দেন। অনুষ্ঠানে অতিথিদেরকে প্রতিষ্ঠানের পক্ষ থেকে সম্মাননা ক্রেষ্ঠ প্রদান করা হয়।

সবশেষে অতিথি বৃন্দ মধ্যাহ্নভোজে অংশ গ্রহন করেন এবং শায়খুল কুররা হযরত মাওলানা আলী আকবর সিদ্দীক (রহ.) এর মাজার জিয়ারত করেন।

শেয়ার করুন:

প্রিন্ট করুন প্রিন্ট করুন