বুধবার, ১৮ জুন ২০২৫ খ্রিস্টাব্দ | ৪ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

বাংলাদেশ ওয়ানডে দলের নতুন অধিনায়ক সাকিব



এশিয়া কাপ ও বিশ্বকাপ ওয়ানডে দলের নতুন অধিনায়ক ঘোষণা করা হয়েছে। সাকিব আল হাসানকেই টাইগারদের অধিনায়ক হিসেবে ঘোষণা করেছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। শুক্রবার (১১ আগস্ট) বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন বিষয়টি নিশ্চিত করেছেন।

বিসিবি সভাপতি বলেন, এশিয়া ও বিশ্বকাপের জন্য অধিনায়ক সাকিব আল হাসান। নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজেও অধিনায়কত্ব করবে।

তিনি আরও বলেন, ‘আমরা সাকিবকে নিয়ে কোন সিদ্ধান্তহীনতায় ছিলাম না। তিন ফরম্যাটে অধিনায়কত্ব কঠিন হতে পারে সাকিবের জন্য। তবে ও যদি পারে তাতে আমাদের সমস্যা নেই।

এদিকে বাংলাদেশের জার্সিতে গত বছরের এশিয়া কাপ থেকে একসঙ্গে জাতীয় দলের টেস্ট ও টি-টোয়েন্টি অধিনায়ক সাকিব। এশিয়া কাপের আগে এবার ওয়ানডের নেতৃত্ব পাওয়ায় ২০১১ সালের পর প্রথমবার তিন সংস্করণে একসঙ্গে অধিনায়কত্ব করবেন তিনি। বাংলাদেশের জার্সি গায়ে ১৭তম বছরে পদার্পণ করেছেন সাকিব আল হাসান।

সাকিব এর আগেও ওডিআই দলকে নেতৃত্ব দিয়েছেন। ২০০৯ থেকে ২০১১ পর্যন্ত তার নেতৃত্বে ৪৭টি ওয়ানডে খেলে ২২টিতে জয় পায় বাংলাদেশ। এছাড়া ২০১৫ ও ২০১৭-তে নির্দিষ্ট কিছু খেলায় টাইগারদের নেতৃত্ব দিয়েছেন তিনি।

অধিনায়ক হিসেবে তিনি ২৩টি ম্যাচে জয় পেয়েছেন। তার আগে আছেন মাশরাফি বিন মোর্তজা (৫০) ও হাবিবুল বাশার (২৯)।

 

 

শেয়ার করুন:

প্রিন্ট করুন প্রিন্ট করুন

error: Content is protected !!