শুক্রবার (১১ আগষ্ট) রাজধানীতে দুই ভাগে গণমিছিল করে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি। এরআগে গত ২৯শে জুলাই একদফার দাবিতে ঢাকার ৫টি প্রবেশমুখে অবস্থান কর্মসূচি পালন করেছিল বিএনপি। কয়েকদিন বিরতির পর শুক্রবার বড় শোডাউনের মধ্যদিয়ে আবারো কর্মসূচি নিয়ে মাঠে নেমেছে দলটি। সরকার পতনের একদফা দাবিতে বিএনপি’র সঙ্গে বিভিন্ন কর্মসূচি পালন করেছে সমমনা দলগুলোও।
পূর্বঘোষিত এই কর্মসূচিকে কেন্দ্র করে শুক্রবার দুপুরেই গুঁড়ি গুঁড়ি বৃষ্টি উপেক্ষা করে বাড্ডা সুবাস্তু টাওয়ার ও কমলাপুর স্টেডিয়ামের সমানে জড়ো হয় হাজার হাজার নেতাকর্মী।