বুধবার, ১৮ সেপ্টেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ | ৩ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

এ মাসেই বড়ভাঙ্গার চাঁদ আকাশে দেখবেন: এমপি হাবিবুর রহমান হাবিব



সিলেট- ৩ আসনের সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিব বলেছেন, জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার দেশের সকল নাগরিকের জন্য কাজ করে যাচ্ছে। ইতিমধ্যে সিলেট- সুলতানপুর সড়কের টেকসই উন্নয়নসহ বালাগঞ্জ উপজেলায় ব্যাপক উন্নয়ন সাধিত হয়েছে। আমি দেওয়ান বাজারবাসীর কাছে বেশি ঋণী । আপনারা আমাকে সর্বোচ্চ ভোট দিয়ে নির্বাচিত করেছেন। আমিও এই জনপদের উন্নয়নে সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছি। আল্লামা গহরপুরী (রহ.) স্মৃতি বিজড়িত ঐতিহ্যবাহী মাদ্রাসাবাজারে এ খারাপ অবস্থা থাকবে না। অচিরেই বাজারের ভেতর দিয়ে আরসিসি ঢালাই হবে। এই বাজারে সাড়ে ৩কোটি টাকা ব্যয়ে সিলেটের শুকরিয়া মার্কটের মতো ভবন হবে। ওয়াদা ভঙ্গকারী শয়তানের ভাই। আমি শয়তানের ভাই হওয়া জন্য এমপি হইনি। ‘বড়ভাঙ্গা নদীর উপর সেতুর জন্য হতাশ হওয়ার কোন কারণ নেই। এ মাসেই বড়ভাঙ্গার চাঁদ আকাশে দেখবেন’ ইনশাআল্লাহ।

তিনি বুধবার (৯ আগস্ট) বিকেলে বালাগঞ্জ উপজেলার দেওয়ানবাজার ইউনিয়নের মাদ্রাসাবাজার থেকে রতনপুর রাস্তার উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন ও ইউনিয়ন আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি’র বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।

এ সময় তিনি মাদ্রাসাবাজার-রতনপুর সড়কের উন্নয়নে যুক্তরাষ্ট্র প্রবাসী প্রবীণ আওয়ামী লীগ নেতা মো. ইসমত আলী মাষ্টারসহ স্থানীয় নেতৃবৃন্দের অবদানের কথা উল্লেখ করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দেওয়ানবাজার ইউনিয়ন আওয়ামী লীগের আহবায়ক আলহাজ্ব এমএ মালেক।

ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য সচিব ময়নুল ইসলাম সালেহ -এর পরিচালনায় অনুষ্ঠানে বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন – বালাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি আব্দুল মালিক রুনু, ডা. কাজল লস্কর, সাংগঠনিক সম্পাদক ও সাবেক জেলা পরিষদের সদস্য লোকন মিয়া, যুক্তরাষ্ট্র প্রবাসী প্রবীণ আওয়ামী লীগ নেতা মো. ইসমত আলী মাষ্টার, বালাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মিজানুর রহমান পংখি, বালাগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সদস্য সামস উদ্দিন সামস, সদস্য শিরমান উদ্দিন, আব্দুল জলিল বেবি, উপজেলা কৃষক লীগের আহবায়ক আলাল মিয়া, মো. তেরা মিয়া মেম্বার, দেওয়ানবাজার ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এস এম সাহেদ, আওয়ামী লীগ নেতা নেছাওর আলী, আজিজুল হোসেন, মুহাম্মদ আলী গুলসের মেম্বার, শাহ আব্দুস ছত্তার, মো. চুনু মিয়া, আব্দুল শহীদ খান, সুহেল বারী, লাল মিয়া,মো. সালামত খান, খায়রুল ইসলাম, ইউনিয়ন যুবলীগের সভাপতি কয়েছুল আলম, সাধারণ সম্পাদক সুহেল আহমদ প্রমুখ। ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে মোনাজাত পরিচালনা করেন উপজেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা ফতহুল হাসনাত চৌধুরী শিমুল ।

উল্লেখ্য, SDIRIIP প্রকল্পের আওতায়ন প্রায় ৮৪ লাখ টাকা ব্যয়ে-১১শ মিটার দৈর্ঘ্য এই সড়কের উন্নয়ন কাজ বাস্তবায়ন করছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর বালাগঞ্জ, সিলেট।

শেয়ার করুন:

প্রিন্ট করুন প্রিন্ট করুন

error: Content is protected !!