আসন্ন সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের দায়ে ৭ নম্বর ওয়ার্ড কাউন্সিল প্রার্থী আফতাব হোসেন খানের প্রার্থিতা বাতিল করেছে নির্বাচন কমিশন (ইসি)।
বুধবার (১৪ জুন) নির্বাচন ভবনে আফতাব হোসেন খান ও তার আইনজীবীর সঙ্গে শুনানি শেষে কমিশন এ সিদ্ধান্ত নিয়েছে। বিষয়টি নিশ্চিত করেন ইসি সচিব মো. জাহাংগীর আলম।
তিনি বলেন, কাউন্সিলার প্রার্থী আফতাব হোসেন খান তার প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে অস্ত্রসহ ভয়ভীতি দেখান বলে অভিযোগ করেন তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী। গত ১২ জুন কমিশন তাকে শুনানির জন্য আজ (বুধবার) হাজির হতে বলে। সে অনুযায়ী আফতাব হোসেন ইসিতে হাজির হন। শুনানি শেষে কমিমন আচরণবিধি লঙ্ঘনের দাযে প্রার্থীতা বাতিলের সিদ্ধান্ত নেয়।
উল্লেখ্য, আগামী ২৫ জুন অনুষ্ঠিত হবে সিলেট সিটি করপোরেশন (এসসিসি) নির্বাচন।