সোমবার, ১৪ অক্টোবর ২০২৪ খ্রিস্টাব্দ | ২৯ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

বাংলার টানে।। নাছিমা আক্তার নাছরিন



অনেক দূরে সবুজ বনে
ডাকছে গানের পাখি
সেই সুরের রেওয়াজ শুনে
খুললো ভোরের আঁখি।

নদীরা সব উঠলো জেগে
পাখির গানে গানে
দখিন হাওয়ার মিষ্টি দোলা
লাগলো সবুজ বনে।

নদী অনেক ঘুরে ঘুরে
শুকিয়ে গেছে মুখ
ও পাখি তুই গান শুনিয়ে
ভরিয়ে যা তার বুক।

ভিন পাখিদের ভীড়ে যেন
হারাসনে তোর সুর
বাংলার টানে করবিরে গান
যাসরে যত দূর।

নাছিমা আক্তার নাছরিন, নবম শ্রেণি, কালীপ্রসাদ উচ্চবিদ্যালয়, মুন্সীবাজার, কমলগঞ্জ, মৌলভীবাজার।

শেয়ার করুন:

প্রিন্ট করুন প্রিন্ট করুন

error: Content is protected !!