চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। এ বছর দেশের ১১টি শিক্ষাবোর্ডে গড় পাসের হার ৭৮ দশমিক ৬৪ শতাংশ। গত বছর অর্থাৎ ২০২২ সালের এইচএসসি ও সমমান পরীক্ষায় গড় পাসের হার ছিল ৮৫ দশমিক ৯৫ শতাংশ। সেই হিসাবে এবার পাসের হার ৭ দশমিক ৩১ শতাংশ কমেছে। এবারের এইচএসসি ও সমমানের পরীক্ষায় ৪২ শিক্ষাপ্রতিষ্ঠানের কোনো পরীক্ষার্থী পাস করেনি।
এবছর সর্বোচ্চ পাসের হার বরিশাল ও সর্বনিম্ন যশোর শিক্ষাবোর্ডে। ঢাকা বোর্ডে পাসের হার ৭৯ দশমিক ৪৪ শতাংশ, বরিশালে ৮০ দশমিক ৬৫ শতাংশ, চট্টগ্রামে ৭৪ দশমিক ৪৫ শতাংশ, কুমিল্লায় ৭৫ দশমিক ৩৯ শতাংশ, রাজশাহীতে ৭৮ দশমিক ৪৬ শতাংশ, দিনাজপুরে ৭৮ দশমিক ৪৮ শতাংশ, সিলেটে ৭১ দশমিক ৬২ শতাংশ, ময়মনসিংহ ৭০ দশমিক ৪৪ শতাংশ ও যশোরে ৬৯ দশমিক ৮৮ শতাংশ। মাদ্রাসা বোর্ডে পাসের হার ৯০ দশমিক ৭৫ শতাংশ ও কারিগরি শিক্ষাবোর্ডে ৯১ দশমিক ২৫ শতাংশ।
এবার এইচএসসি ও সমমানের পরীক্ষায় ফলের সর্বোচ্চ সূচক জিপিএ-৫ ও কমেছে। এবার জিপিএ-৫ পেয়েছেন ৯২ হাজার ৫৯৫ জন শিক্ষার্থী। ছাত্রদের মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৪৩ হাজার ২৩০ জন ও ছাত্রীদের মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৪৯ হাজার ৩৬৫ জন। গতবারের পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছিলেন ১ লাখ ৭৬ হাজার ২৮২ জন শিক্ষার্থী।
ঢাকা বোর্ডে সবচেয়ে বেশি জিপিএ-৫ পেয়েছে ৩১ হাজার ৭৫২ শিক্ষার্থী। তাদের মধ্যে ছাত্র ১৬ হাজার ১৯৮ জন ও ছাত্রী ১৫ হাজার ৫৫৪ জন।
ঢাকা বোর্ডে মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৩১ লাখ ৪৫ হাজার ৫১০ জন। অর্থাৎ, মোট পরীক্ষার্থীর ১০ দশমিক ১০ শতাংশ জিপিএ-৫ পেয়েছে।
সর্বনিম্ন জিপিএ-৫ পেয়েছে সিলেট বোর্ডে ১ হাজার ৬৯৯ শিক্ষার্থী। এই বোর্ডে মোট পরীক্ষার্থী ছিল ৮৩ হাজার ১২৩ জন। অর্থাৎ, এই বোর্ডের ২ দশমিক ০৪ শতাংশ শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে।
এছাড়া, রাজশাহী বোর্ডে জিপিএ-৫ পেয়েছে ১১ হাজার ২৫৮ শিক্ষার্থী। তাদের মধ্যে ছাত্র ৫ হাজার ৪৪৫ জন ও ছাত্রী ৫ হাজার ৮১৩ জন।
যশোর বোর্ডে জিপিএ-৫ পেয়েছে ৮ হাজার ১২২ জন শিক্ষার্থী। তাদের মধ্যে ছাত্র ৩ হাজার ৫৬৬ জন ও ছাত্রী ৪ হাজার ৫৫৬ জন।
চট্টগ্রাম বোর্ডে জিপিএ-৫ পেয়েছে ৬ হাজার ৩৩৯ জন, দিনাজপুরে ৬ হাজার ৪৫৯ জন, কুমিল্লা বোর্ডে ৫ হাজার ৬৫৫ জন, বরিশালে ৩ হাজার ৯৯৩ জন ও ময়মনসিংহে ৩ হাজার ২৪৪ জন পরীক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে।
এর বাইরে, মাদ্রাসা বোর্ডে জিপিএ-৫ পেয়েছে ৭ হাজার ৯৭ জন। তাদের মধ্যে ছাত্র ৩ হাজার ৯৭৩ জন ও ছাত্রী ৩ হাজার ১২৪ জন।
কারিগরি শিক্ষাবোর্ডে জিপিএ-৫ পেয়েছে ৬ হাজার ৯৭৭ জন। তাদের মধ্যে ছাত্র ২ হাজার ৫৪০ জন ও ছাত্রী ৪ হাজার ৪৩৭ জন।
ফলাফলে দেখা গেছে, সব শিক্ষাবোর্ড মিলিয়ে পরীক্ষায় মোট পাস করেছেন ১০ লাখ ৬৭ হাজার ৮৫২ জন পরীক্ষার্থী। শুধু ৯টি সাধারণ শিক্ষাবোর্ডে এইচএসসি পরীক্ষায় পাসের হার ৭৫ দশমিক ৯ শতাংশ।
এ বছর এইচএসসি ও সমমানের পরীক্ষায় ১১টি শিক্ষা বোর্ডের ২ হাজার ৬৫৮টি কেন্দ্রে পরীক্ষার্থী ছিলেন ১৩ লাখ ৫৯ হাজার ৩৪২ জন। তাদের মধ্যে ছাত্র ৬ লাখ ৮৮ হাজার ৮৮৭ জন ও ছাত্রী ৬ লাখ ৭০ হাজার ৪৫৫ জন।
আজ রোববার সকাল ১০টার পর গণভবনে এক অনুষ্ঠানের মাধ্যমে কম্পিউটারের বোতাম চেপে আনুষ্ঠানিকভাবে এ পরীক্ষার ফলাফল প্রকাশ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর আগে সকাল ১০টার দিকে গণভবনে এক অনুষ্ঠানের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে ফলাফলের অনুলিপি হস্তান্তর করেন শিক্ষামন্ত্রী দীপু মনি ও শিক্ষা বোর্ডগুলোর চেয়ারম্যানরা। এরপর পরীক্ষাসংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলে পাসের হারের এ তথ্য জানা গেছে।




