অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন বালাগঞ্জ উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মো. আনহার মিয়া চেয়ারম্যান, বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন বালাগঞ্জ অফিসার ইন-চার্জ মোহাম্মদ বদিউজ্জামান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ডিএম সাদিক আল সাফিন।
বাংলাদেশ জেলা ও বিভাগীয় সংগঠক পরিষদ, জাতীয় ক্রীড়া ফেডারেশন ফোরাম ও বাংলাদেশ জেলা ও বিভাগীয় ফুটবল এসোসিয়েশনের যৌথ আয়োজনে বালাগঞ্জ ডিএন সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত প্রীতি ম্যাচে বালাগঞ্জ ফুটবল একাডেমিকে ১-০ গোলে হারিয়ে ফেঞ্চুগঞ্জের সাজু ফুটবল একাডেমি জয়লাভ করে। সিলেট বিভাগীয় ধারাভাষ্যকার সংস্থার সভাপতি জুয়েল আহমদ নূর এবং সদস্য সুলেমান হোসেন মামুনের যৌথ পরিচালনায় অনুষ্ঠানে বালাগঞ্জ বাজার বণিক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক দুলু মিয়া, বালাগঞ্জ ফুটবল একাডেমির সভাপতি আইনুর আহমদ রুমন, ক্রীড়া সংগঠক আনোয়ার হোসেন সাজু, বালাগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি রজত চন্দ্র দাস ভুলন, সাবেক সাধারণ সম্পাদক মো. জিল্লুর রহমান জিলু, সাবেক সহ-সভাপতি হুসাইন আহমদ, বর্তমান সাধারণ সম্পাদক আ.হ ইমন শাহ, যুগ্ম সাধারণ সম্পাদক রাজিন আহমদ, কোষাধ্যক্ষ জাকির হোসেন, সদস্য আবুল কাসেম অফিক, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক নয়ন তালুকদার, ক্রীড়া সংগঠক কবির আহমদ, আইনজীবী এডভোকেট ইমরান আহমদ প্রমুখ। খেলা পরিচালনা করেন আছাব আলী, সাইদুল ইসলাম চৌধুরী এবং আঞ্জব আলী।