শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ | ৫ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

স্মার্ট বাংলাদেশ গড়তে স্মার্ট নাগরিক হতে হবে: এডভোকেট মন্টু



বাংলাদেশের অন্যতম শীর্ষস্থানীয় ক্রীড়া সংগঠক, বাংলাদেশ এ্যাথলেটিক্স ফেডারেশনের সাধারণ সম্পাদক, সাবেক সহকারী এটর্ণি জেনারেল এডভোকেট আব্দুর রকিব মন্টু বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে আমাদের স্মার্ট নাগরিক হতে হবে। অর্থনৈতিক, সামাজিক উন্নতির পাশাপাশি খেলাধুলায়ও উন্নতি অর্জন করতে হবে। স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের লক্ষে স্মার্ট ক্রীড়াঙ্গন সৃষ্টির প্রতিশ্রুতি বাস্তবায়নে বালাগঞ্জ উপজেলা সদরে মঙ্গলবার (১২ ডিসেম্বর) বিকালে এক প্রীতি ফুটবল ম্যাচের উদ্বোধক হিসেবে বক্তৃতাকালে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন বালাগঞ্জ উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মো. আনহার মিয়া চেয়ারম্যান, বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন বালাগঞ্জ অফিসার ইন-চার্জ মোহাম্মদ বদিউজ্জামান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ডিএম সাদিক আল সাফিন।

বাংলাদেশ জেলা ও বিভাগীয় সংগঠক পরিষদ, জাতীয় ক্রীড়া ফেডারেশন ফোরাম ও বাংলাদেশ জেলা ও বিভাগীয় ফুটবল এসোসিয়েশনের যৌথ আয়োজনে বালাগঞ্জ ডিএন সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত প্রীতি ম্যাচে বালাগঞ্জ ফুটবল একাডেমিকে ১-০ গোলে হারিয়ে ফেঞ্চুগঞ্জের সাজু ফুটবল একাডেমি জয়লাভ করে। সিলেট বিভাগীয় ধারাভাষ্যকার সংস্থার সভাপতি জুয়েল আহমদ নূর এবং সদস্য সুলেমান হোসেন মামুনের যৌথ পরিচালনায় অনুষ্ঠানে বালাগঞ্জ বাজার বণিক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক দুলু মিয়া, বালাগঞ্জ ফুটবল একাডেমির সভাপতি আইনুর আহমদ রুমন, ক্রীড়া সংগঠক আনোয়ার হোসেন সাজু, বালাগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি রজত চন্দ্র দাস ভুলন, সাবেক সাধারণ সম্পাদক মো. জিল্লুর রহমান জিলু, সাবেক সহ-সভাপতি হুসাইন আহমদ, বর্তমান সাধারণ সম্পাদক আ.হ ইমন শাহ, যুগ্ম সাধারণ সম্পাদক রাজিন আহমদ, কোষাধ্যক্ষ জাকির হোসেন, সদস্য আবুল কাসেম অফিক, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক নয়ন তালুকদার, ক্রীড়া সংগঠক কবির আহমদ, আইনজীবী এডভোকেট ইমরান আহমদ প্রমুখ। খেলা পরিচালনা করেন আছাব আলী, সাইদুল ইসলাম চৌধুরী এবং আঞ্জব আলী।

শেয়ার করুন:

প্রিন্ট করুন প্রিন্ট করুন

error: Content is protected !!