শুক্রবার, ১৩ সেপ্টেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ | ২৯ ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ

প্রবীণ ও নবীনদের জন্য আধুনিক বিনোদনের ব্যবস্থা গড়ে তুলবো: এমপি হাবিবুর রহমান হাবিব



আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সিলেট – ৩ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী, বর্তমান সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিব বলেছেন, এবার আমি নির্বাচিত হলে প্রবীণ ও নবীদের জন্য আধুনিক সুষ্ঠু বিনোদনের ব্যবস্থা গড়ে তুলবো। প্রতিটি ইউনিয়নে পার্ক, লাইব্রেরীর পাশাপাশি দৃষ্টিনন্দন বড়ভাঙ্গা সেতু, ওয়াকওয়ে ও প্রবীণদের জন্য আধুনিক প্রবীণাঙ্গন গড়ে তুলবো। তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকান্ড তুলে ধরে আরও বলেন, বিগত নির্বাচনে আপনারা আমাকে বিশ্বাস করে ভোটদিয়ে নির্বাচিত করেছিলেন। আমি প্রতিটি ক্ষেত্রে আপনাদের সেই বিশ্বাস, আস্থার মর্যাদা রাখতে চেষ্টা করেছি। দেওয়ান বাজারবাসীর কাছে আমি বেশি ঋণী। আপনারা আমাকে সর্বোচ্চ ভোট দিয়ে নির্বাচিত করেছেন। আমিও এ জনপদের উন্নয়নে সর্বাত্মক কাজ করেছি। যারা আমার বাড়িতে গেছেন পরিবারের সদস্য হিসেবেই মুল্যায়ন করেছি। কারণ আপনারা সকলে মিলেই আমাকে হাবিবুর রহমান হাবিব থেকে এমপি হাবিবুর রহমান হাবিব বানিয়েছেন। আপনারা জানেন, আবারও আমাদের নেত্রী, জননেত্রী শেখ হাসিনা আমাকে মনোনয়ন দিয়ে আপনাদের কাছে পাঠিয়েছেন। সবার চেষ্টায় আবার নৌকা বিপুল ভোটে বিজয়ী হলে আপনাদের জন্য বিশাল উন্নয়ন নিয়ে আসবো ইনশা আল্লাহ।মঙ্গলবার (১২ ডিসেম্বর) সন্ধ্যায় বালাগঞ্জ উপজেলার দেওয়ানবাজার ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে নির্বাচনী কর্মীসভায় তিনি উপরোক্ত কথাগুলো বলেন। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বালাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান মোস্তাকুর রহমান মফুর, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আনহার মিয়া চেয়ারম্যান প্রমুখ। সভাপতিত্ব করেন দেওয়ানবাজার ইউনিয়ন আওয়ামী লীগের আহবায়ক এমএ মালেক এবং পরিচালনা করেন ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য সচিব ময়নুল ইসলাম সালেহ। নির্বাচনী কর্মীসভায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন:

প্রিন্ট করুন প্রিন্ট করুন

error: Content is protected !!