শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ | ৫ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

লণ্ডনে এমপি হাবিবুর রহমান হাবিবের সমর্থনে জনসভা



।। আনসার আহমেদ উল্লাহ, লণ্ডন থেকে।।

পূর্ব লণ্ডনের ব্রিকলেন জামে মসজিদের হল রুমে মঙ্গলবার (২ জানুয়ারি) যুক্তরাজ্যে বসবাসরত প্রবাসী বোয়ালজুড় ইউনিয়নবাসীর উদ্যো‌গে সি‌লেট – ৩ (বালাগঞ্জ,দক্ষিণ সুরমা ও ফেঞ্চুগঞ্জ) আসনে বাংলা‌দেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বর্তমান সাংসদ হাবিবুর রহমান হাবিবের সমর্থনে এক নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় সংসদ সদস‌্য পদপ্রার্থী হা‌বিবুর রহমান হাবিব বাংলাদেশ থে‌কে ভি‌ডিও ক‌লের মাধ‌্যমে সংযুক্ত হ‌ন। সংক্ষিপ্ত বক্তব্যে তিনি প্রবাসীদের অবদা‌নের প্রতি সম্মান ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। তিনি উন্নয়‌নের ধারা অব‌্যাহত রাখ‌তে আগামী ৭ তা‌রি‌খের নির্বাচ‌নে দলমত নি‌র্বিশে‌ষে সক‌লের দুয়া ও সর্বাত্বক সহ‌যো‌গিতা কামনা ক‌রেন।

যুক্তরাজ্য যুবলীগের যুগ্ন সাধারণ সম্পাদক মোহাম্মদ আব্দুল রকিবের সভাপতি‌ত্বে ও প্রাক্তন ছাত্রনেতা এনামুল হক হেলালের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য আওয়ামী লীগের সভাপতি মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক সুলতান মাহমুদ শরীফ। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন যুক্তরাজ্য আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল আহাদ চৌধুরী।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন – যুক্তরাজ্য যুবলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জামাল আহমেদ খান, সহসভাপতি নজমুল ইসলাম, যুগ্ন সাধারণ সম্পাদক দেলোয়ার হোসাইন লিটন, ফয়জুর রহমান, মোহাম্মদ আলী জিলু, কমিউনিটি নেতা বিশিষ্ট ব্যবসায়ী মঈন উদ্দিন আনসার, আব্দুল হেলাল চৌধরী সে‌লিম, নেসাওর মিয়া, লুৎফুর মিয়া, মোশাহিদ আলী, মিজানুর রহমান মীরু, মোহাম্মদ আয়াছ, বাবুল কামালী, নজরুল ইসলামসহ বি‌ভিন্ন সামা‌জিক সংগঠ‌নের নেতৃবৃন্দ।

সভায় বক্তাগণ বর্তমান সাংসদ হা‌বিবুর রহমান হাবিব সিলেট – ৩ আসনে বিগত দিনে অত্যন্ত স্বল্প সময়ে যে ব্যাপক উন্নয়ন করেছেন এবং আগামী দিনের জন্য যে ব্যাপক উন্নয়ন পরিকল্পনা হাতে নিয়েছেন তার ভূয়সী প্রশংসা করেন। তারা আগামী ৭ জানুয়ারির নির্বাচনে হাবিবুর রহমান হাবিবকে নৌকা মার্কায় বিপুল ভোটে নির্বাচিত করার মাধ্যমে সিলেট -৩ আসনের এসব উন্নয়নের অগ্রযাত্রাকে অব্যাহত রাখতে ভোটারদের প্রতি আহবান জানান। সভার শুরু‌তে পবিত্র কুরআন থে‌কে তিলাওয়াত করেন আব্দুল হাশিম।

শেয়ার করুন:

প্রিন্ট করুন প্রিন্ট করুন

error: Content is protected !!