রবিবার, ৮ সেপ্টেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ | ২৪ ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ

বালাগঞ্জে ‘হাজী মোহাম্মদ ইছকন্দর আলী মানবকল্যাণ ট্রাস্ট’-এর নগদ অর্থ ও বস্ত্র বিতরণ



আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে বালাগঞ্জে ‘হাজী মোহাম্মদ ইছকন্দর আলী মানবকল্যাণ ট্রাস্ট’-এর পক্ষ থেকে নগদ অর্থ ও বস্ত্র বিতরণ করা হয়েছে। সোমবার (১০মে) দুপুরে উপজেলার দেওয়ান বাজার ইউনিয়নের শিওরখাল গ্রামের দিঘি ওয়ালী বাড়ীতে এলাকার ৩১জন দুস্থ-অসহায় মানুষকে ঈদ উপলক্ষে নতুন শাড়ি ও পৃথকভাবে আরো কয়েকজনকে এ নগদ অর্থ প্রদান করা হয়। ট্রাস্টের পরিচালক যুক্তরাজ্য প্রবাসী আনছার আহমদ এর উদ্যোগে এসব বস্ত্র বিতরণ করেন তাহার পিতা, প্রবীণ সালিশী ব্যক্তিত্ব হাজী মোহাম্মদ ইছকন্দর আলী।

এসময় উপস্থিত ছিলেন- ট্রাস্টি পরিবারের সদস্য মো. ছমির আলী, আতাউর রহমান আতাউল, এনামুল হক, শিমুল আহমদ, সিহাব আহমদ, মুশফিকুল হক ও বালাগঞ্জ উপজেলা প্রেসক্লাবের অর্থ-সম্পাদক এসএম হেলাল। শাড়ি প্রাপ্তরা নতুন কাপড় হাতে পেয়ে উক্ত ট্রাস্টের পরিচালক যুক্তরাজ্য প্রবাসী আনছার আহমদ, সহকারি পরিচালক যুক্তরাজ্য প্রবাসী মো, আনহার মিয়াসহ ট্রাস্টের সকল সদস্যের প্রতি কৃতজ্ঞতা জানান।

উলে­খ্য, এলাকার গরীব-দুঃখী-অসহায় মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে বিগত ২৪ এপ্রিল পবিত্র মাহে রমজান উপলক্ষে খাদ্যসামগ্রী বিতরণ, ইফতার ও দু’আ মাহফিলের মধ্যদিয়ে ‘হাজী মোহাম্মদ ইছকন্দর আলী মানবকল্যাণ ট্রাস্ট’-এর যাত্রা শুরু হয়। উদ্বোধনী দিনে ট্রাস্টের পক্ষ থেকে এলাকার ১শ ২০টি পরিবারকে খাদ্যসামগ্রী প্রদান করা হয়।

শেয়ার করুন:

প্রিন্ট করুন প্রিন্ট করুন

error: Content is protected !!