আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে বালাগঞ্জে ‘হাজী মোহাম্মদ ইছকন্দর আলী মানবকল্যাণ ট্রাস্ট’-এর পক্ষ থেকে নগদ অর্থ ও বস্ত্র বিতরণ করা হয়েছে। সোমবার (১০মে) দুপুরে উপজেলার দেওয়ান বাজার ইউনিয়নের শিওরখাল গ্রামের দিঘি ওয়ালী বাড়ীতে এলাকার ৩১জন দুস্থ-অসহায় মানুষকে ঈদ উপলক্ষে নতুন শাড়ি ও পৃথকভাবে আরো কয়েকজনকে এ নগদ অর্থ প্রদান করা হয়। ট্রাস্টের পরিচালক যুক্তরাজ্য প্রবাসী আনছার আহমদ এর উদ্যোগে এসব বস্ত্র বিতরণ করেন তাহার পিতা, প্রবীণ সালিশী ব্যক্তিত্ব হাজী মোহাম্মদ ইছকন্দর আলী।
এসময় উপস্থিত ছিলেন- ট্রাস্টি পরিবারের সদস্য মো. ছমির আলী, আতাউর রহমান আতাউল, এনামুল হক, শিমুল আহমদ, সিহাব আহমদ, মুশফিকুল হক ও বালাগঞ্জ উপজেলা প্রেসক্লাবের অর্থ-সম্পাদক এসএম হেলাল। শাড়ি প্রাপ্তরা নতুন কাপড় হাতে পেয়ে উক্ত ট্রাস্টের পরিচালক যুক্তরাজ্য প্রবাসী আনছার আহমদ, সহকারি পরিচালক যুক্তরাজ্য প্রবাসী মো, আনহার মিয়াসহ ট্রাস্টের সকল সদস্যের প্রতি কৃতজ্ঞতা জানান।
উলেখ্য, এলাকার গরীব-দুঃখী-অসহায় মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে বিগত ২৪ এপ্রিল পবিত্র মাহে রমজান উপলক্ষে খাদ্যসামগ্রী বিতরণ, ইফতার ও দু’আ মাহফিলের মধ্যদিয়ে ‘হাজী মোহাম্মদ ইছকন্দর আলী মানবকল্যাণ ট্রাস্ট’-এর যাত্রা শুরু হয়। উদ্বোধনী দিনে ট্রাস্টের পক্ষ থেকে এলাকার ১শ ২০টি পরিবারকে খাদ্যসামগ্রী প্রদান করা হয়।