মঙ্গলবার, ১৯ অগাস্ট ২০২৫ খ্রিস্টাব্দ | ৪ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
Sex Cams

কামনা ইসলামের কবিতা



আমি একা তোমার শহরে

চন্দ্রা তোমার শহরে আজ আমি একা, বড়ো একা,
আকাশে, মাটিতে, নীলে, হলুদে
কোথাও যে নেই তোমার দেখা।

চন্দ্রা অন্তিম লগ্নে বড্ড আশা নিয়ে অপেক্ষা করি,
সূর্য ডুবে গেলে তোমার দেখা পাবো।
কিন্তু না, ভুল সবই আমার ভুল। কল্পনার এই আল্পনার ছোঁয়ায়
আমার হৃদয় ক্ষতবিক্ষত হয়ে যায়,
তবুও তোমাকে আমি ছুঁয়ে দেখতে পারিনা।
নিশির ঘুম থেকে দূরে থাকি, বহু দূরে …
তোমাকে একবার কাছে পাওয়া জন্য।
তন্দ্রা হারা কতো নিশি চলে গেছে তবুও তুমি এলেনা আমার কাছে।
চন্দ্রা, বড় ভয় হয়!
আবারও তোমার নাম ধরে ডাকতে।
মেঘাচ্ছন্ন গম্ভীর আকাশটাই হয়তো আমার জীবনে ভালোই ছিলো।
ঘনবরষা ধুয়েমুছে সাফ করে দিতো সব বেদনা।

কেনো এতো কষ্ট, কেনো, কেনো এতো অস্থিরতা?
সুখের দুয়ারে কাটাই বা কেনো?

তোমার হাসিতেই ছিলো, আমার যতো সুখের ছোঁয়া।
তোমার ভালোলাগায় ছিলো আমার যতো ভালোবাসা,
তোমার আশাতে ছিলো আমার স্বপ্ন দেখা।

চন্দ্রা — চন্দ্রা — চন্দ্রা —-
দেখো, চেয়ে দেখো।
তোমার শহরে আজ আমি একা, বড়ো একা।
এখানে কেউ নেই। নেই হাসি, নেই খুশি, নেই শান্তি, নেই সুখ, ভালোবাসা সে ও হারিয়ে গেছে অন্তিমলগ্নে।।

কোন খেয়া কোন ঘাটে

ভাবিতে ভাবিতে চক্ষু দুটো হইলো স্থির,
কি করিবো বলিতে পারিনা
মন হয় ভীষণ ধীর।
জগতের সুখ ক’জনের মেলে
বেঁচে থাকিতে কে বলে,
মরণের দেশে চলে গেলে হায়
সবাই খুঁজে চলে।।

আপনার সঙ্গে আপনারই শুধু
হয় সর্বদা মেলা,
দশের মুখে ব্যাথিতের শোকে
কিছু সময় ভাসে ভেলা।

অন্তর শুকিয়ে হয়রে সীসা
রক্ত যখন হয় বিলিন,
আপনার জন্য কাঁদে এই মন
আপন ঘরে নেই দিল।।

অজানা এক অচিনঘরে
অচেনা মানুষ বাস
আপনাকে ফেলে চলে যেতে হবে
কিসের উপহাস।

দুঃসময়ে হয়না আপন,
সুসময়ে স্বজন বটে,
মনমাঝি তুই বলিসনা কেনো
কোন খেয়া কোন ঘাটে।

সোনারতরী ডিঙিয়ে যদি
নোঙর ফেলি তীরে,
মানিক রতন ঝিনুকেই রবে
আসবেনা কখনও ফিরে ।

আঁধারের গায়ে জোনাকির আলো
জড়ায় নিশির ঘুম,
বেদনার গান সুরের খেলায়
হয়ে উঠে নিঝুম।

ভালোবাসার পরশ

তুমি পাশে আছো বলেই
পাই এতো সুখ,
হাজার লোকের ভীড়ে খুঁজে ফিরি
শুধু সেই মুখ।
আকাশের নীলে নীলাক্ত এই মন,
জানিনা তুমি কতো যে আপন।
স্বপ্নের ছায়াতলে নিবিড় আবেশে
ভাবনায় গেছো মিশে,
ভুলিতে পারিনা তাই কভু কোনো ক্ষনে
দু “নয়নে শুধু ভেসে আসে।
অন্তিমকালে যেন ফিরে এসো,
উদিত সূর্যের আলো নিয়ে হেসো।
মরণের স্বাদে করছি জীবন পার,
স্বপ্নরাই এসেছিল, হয়ে গেল আবার পর।
লুকিয়ে রাখা ফুলের গন্ধ
জড়িয়ে নিলো চারিদিক,
সদ্যফোটা পাঁপড়ি গুলো
উড়ে গেলো জানিনা কোনদিক।
ঝরাপাতায় ছড়ানো ছিলো
কিছু গল্প কথা,
ভুলে গেছি সব, বড় কষ্ট হয়
হৃদয় লাগে ব্যথা।
তোমাতে রবে ভালোবাসার পরশ
আমাতে সকল সুখ,
হাজার লোকের ভীড়ে খুঁজে নিবো
আমি তোমার মুখ।

 

শেয়ার করুন:

প্রিন্ট করুন প্রিন্ট করুন