রবিবার, ৮ সেপ্টেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ | ২৪ ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ

পবিত্র শবে বরাত পালিত



ছবি: সংগৃহীত

যথাযত ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্যদিয়ে সারাদেশের মতো বালাগঞ্জ তথা সিলেটেও পালিত হয়েছে পবিত্র শবে বরাত। এ উপলক্ষে পরম করুণাময় মহান আল্লাহপাকের অনুগ্রহ লাভের আশায় রোববার (২৫ ফেব্রুয়ারি) পবিত্র শবে বরাতে রাতে নফল নামাজ, কুরআন তিলাওয়াত ও জিকির আজগারের মধ্য দিয়ে সমগ্র রাত্রি কাটিয়েছেন ধর্মপ্রাণ মুসল্লিরা। এ ছাড়া ওলী-আউলিয়ার মাজারসহ আত্মীয়- স্বজনদের রুহের মাগফিরাত কামনা করে কবর জিয়ারত ও বিশেষ মোনাজাত করেছেন।

কিন্ত অন্যবারের তুলনায় এবার সংক্ষিপ্ত সময়েই পাড়া-মহল্লার অধিকাংশ মসজিদগুলোতে শবেবরাতের ফজিলত ও বিশেষত্ব নিয়ে আলোচনা লক্ষ্য করা গেছে। তবে যথারীতি মসজিদে আগত নানা বয়সী মুসল্লিরা ফরজ নামাজ জামাতের সাথে আদায় করেছেন এবং নফল এবাদত সমূহ স্ব স্ব ভাবে পালন করতে লক্ষ্য করা গেছে।

এ সময় অতীতের সমস্ত অপরাধ ও অন্যায়ের জন্য ক্ষমা প্রার্থনা এবং ভবিষ্যৎ জীবনে কল্যাণ এবং শান্তি কামনা করে ধর্মপ্রাণ মুসল্লিরা নিজের, দেশের ও জাতির জন্য বিশেষ মোনাজাত করেন।

আলাপকালে জামিয়া গহরপুর সিলেটের মুহাদ্দিস হযরত মাওলানা আব্দুল কাইয়ুম (হাজীপুর হুজুর) বলেন, মাদ্রাসাবোর্ডের পরীক্ষা জন্য এবার আলোচনা সংক্ষিপ্ত করা হয়েছে।

উল্লেখ্য, হিজরি সনের শাবান মাসের ১৪ তারিখ দিবাগত রাত মুসলিম উম্মাহ মুক্তির রজনী হিসেবে পবিত্র শবেবরাত পালন করেন। গুরুত্বপূর্ণ এই শাবান মাসের পরই শুরু হয় মুসলমানদের মহাগুরুত্বপূর্ণ ও কাঙ্ক্ষিত শ্রেষ্ঠ মাস পবিত্র রমজান মাস। যাকে বলা হয় পবিত্র মাহে রমজান।

শেয়ার করুন:

প্রিন্ট করুন প্রিন্ট করুন

error: Content is protected !!