শুক্রবার, ১৩ সেপ্টেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ | ২৯ ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ

আদালতে যাবার পথে বালাগঞ্জের দুই ভাইয়ের ওপর প্রতিপক্ষের অতর্কিত হামলা : ছোটভাই নিহত



নিহত জুনেদুল ইসলাম

মামলায় হাজিরা দিতে সিলেটে যাবার পথে বালাগঞ্জের দুই ভাইয়ের ওপর প্রতিপক্ষের অতর্কিত হামলায় ছোটভাই ঘটনাস্থলে নিহত হয়েছেন। নিহত জুনেদুল ইসলাম (২৭) বালাগঞ্জের পশ্চিম গৌরীপুর ইউনিয়নের কলমপুর গ্রামের কনাই মিয়ার ছেলে। এ ঘটনায় গুরুতর আহত বড়ভাই জাহেদুল ইসলাম (৩৩)কে সিলেট ওসমানী মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার (৫ মার্চ) সকাল আনুমানিক সাড়ে ৮টার দিকে ফেঞ্চুগঞ্জ উপজেলার উত্তর কুশিয়ারা ইউনিয়নের রুকনপুর গ্রামের জামে মসজিদের সামনের সড়কে এ মর্মান্তিক ঘটনাটি ঘটেছে।

সংশ্লিষ্ট থানা পুলিশ, নিহতের পরিবার এবং এলাকাবাসীর সূত্রে জানা গেছে, বালাগঞ্জের পশ্চিম গৌরীপুর ইউনিয়নের কলমপুর গ্রামের দুইপক্ষের মধ্যে দীর্ঘদিন যাবত ভূমি সংক্রান্ত বিরোধ এবং মামলা চলমান রয়েছে। এর ধারাবাহিকতায় মঙ্গলবার সকাল ৮টায় জাহেদুল ও জুনেদুল সিলেটে মামলায় হাজিরা দেবার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন। তারা গাড়িতে করে ফেঞ্চুগঞ্জ হয়ে সিলেট যাবার পথে প্রতিপক্ষের ১৫/২০জন সশস্ত্র দুর্বৃত্তের অতর্কিত হামলার শিকার হন। এসময় আহতদের চিৎকারে স্থানীয়রা এগিয়ে আসলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। নৃশংস এ হামলায় জুনেদুল ঘটনাস্থলে নিহত হন এবং মুমূর্ষ অবস্থায় জাহেদুলকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

ঘটনাস্থল

নিহত জুনেদুলের ১৪মাস বয়সী একটি ছেলে ও আহত জাহেদুলের ৩মাস বয়সী একটি মেয়ে রয়েছে। নিহত জুনেদুলের স্ত্রী সুমা বেগম (২১) এবং আহত জাহেদুলের স্ত্রী সুবি বেগম (২২) অভিযোগ জানিয়েছেন, কলমপুর গ্রামের আব্দুল আহাদ, মোহাম্মদ, আতিক, বাছিত, মজনু, ইসলাম, আলী হোসেন প্রমুখ এ ঘটনার সাথে জড়িত। তারা নৃশংস এ হত্যাকান্ডে জড়িত সকল অপরাধীদের গ্রেফতার এবং ফাঁসির দাবি জানিয়েছেন। সুমা বেগম এবং সুবি বেগম তাদের পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের প্রতি আহবান জানিয়েছেন। এলাকাবাসী এ মর্মান্তিক ঘটনার নিন্দা এবং প্রতিবাদ জানিয়েছেন।

ঘটনাস্থল পরিদর্শনে অতিরিক্ত পুলিশ সুপার আশরাফুজ্জামান পিপিএম।

এদিকে ঘটনার সংবাদ পেয়ে সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার (বিশ্বনাথ, ওসমানীনগর ও বালাগঞ্জ সার্কেল) আশরাফুজ্জামান পিপিএম, ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জ থানার পুলিশ কর্মকর্তারা ঘটনাস্থলে ছুটে আসেন। এসময় উত্তর কুশিয়ারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আহমদ জিলু, পূর্ব গৌরীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম. মুজিবুর রহমান, পশ্চিম গৌরীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রহমান মাখনসহ স্থানীয় ইউপি সদস্যবৃন্দ উপস্থিত হন।

ঘটনাস্থল পরিদর্শনকালে অতিরিক্ত পুলিশ সুপার আশরাফুজ্জামান পিপিএম উপস্থিত সাংবাদিকদের সাথে আলাপকালে জানান, ঘটনার সাথে জড়িত অপরাধীদের গ্রেফতার করতে সকল ব্যবস্থা নেয়া হয়েছে। বালাগঞ্জ থানার ওসি (তদন্ত) মো. ফয়েজ আহমদ গতকাল মঙ্গলবার রাতে এ প্রতিবেদকের সাথে আলাপকালে জানান, ফেঞ্চুগঞ্জ থানা এলাকায় ঘটনাটি ঘটেছে। বিশ্বস্ত সূত্রে সর্বশেষ সংবাদে জানা গেছে, এ ঘটনার পরিপ্রেক্ষিতে মোহাম্মদ এবং নাজির আলী নামে ২জনকে আটক করা হয়েছে। এলাকায় পুলিশ এবং গোয়েন্দা সংস্থার কর্মকর্তারা টহল চালিয়ে যাচ্ছেন।

শেয়ার করুন:

প্রিন্ট করুন প্রিন্ট করুন

error: Content is protected !!