মঙ্গলবার, ৫ নভেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ | ২১ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ

ইমাম সাজিদুর রহমান রাফির অশ্রুসিক্ত বিদায়



মসজিদের মুসল্লি, দায়িত্বশীল, মক্তবে ছাত্রসহ উপস্থিত সবাইকে কাঁদিয়ে অশ্রুসিক্ত বিদায় নিয়ে চলে গেলেন বালাগঞ্জের গহরপুর কদমতলা পাঞ্জেগানা মসজিদের ইমাম হাফিজ সাজিদুর রহমান রাফি। মঙ্গলবার (৫ মার্চ) তিনি বিদায় নিয়ে চলে যান তাঁর দীর্ঘদিনের কর্মস্থল থেকে।

এরআগে তিনি জামিয়া ইসলামিয়া হুসাইনিয়া গহরপুর সিলেটের শিক্ষার্থী থাকাবস্থায় দীর্ঘ পাঁচ বছর স্থানীয় কদমতলা পাঞ্জেগানা মসজিদের ইমাম দায়িত্ব পালন করেন। চলতি বছর গহরপুর জামিয়ায় তাহমিল ফিল হাদীস (মাস্টার্স সমাপনী) পরীক্ষা শেষ করেছেন হাফিজ সাজিদুর রহমান রাফি। এবার তিনি উচ্চ শিক্ষা আদব (আরবী সাহিত্য) বিভাগের পড়তে রাজধানীর ঢাকায় যাবেন। এ জন্য তিনি তাঁর দীর্ঘদিনের কর্মস্থল ছেড়ে চলে যেতে হচ্ছে।

বিদায় লগ্নে- তিনি বলেন, আপনাদেরকে অনেক কষ্ট দিয়েছি। নিজের অজান্তে যদি কারও প্রতি অন্যায় করে থাকি তাহলে আমি ক্ষমাপ্রার্থী। আমার জন্য দুয়া করবেন, আমিও আপনাদের জন্য দুয়া করবো ইনশাআল্লাহ।

এ সময় উপস্থিত বেশির ভাগ লোকজনের চোখেই ছিল পানি। তিনি আবেগ থামাতে না পেরে কেঁদে ফেলেন। উপস্থিত লোকজনও কেহ ফুপিয়ে আবার কেউ প্রকাশ্যে কান্নার ভেঙে পড়েন। অনেকক্ষণ চলে কান্না। তৈরি হয় এক আবেগঘন পরিবেশ।

অবশেষে সবার নিকট থেকে অশ্রুসিগ্ধ বিদায় নিয়ে একটি সিএনজি করে ভরদুপুরে ইমাম হাফিজ সাজিদুর রহমান রাফি রওনা হলেন- তাঁর জন্মস্থান মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার সিন্দুর খান গ্রামের উদ্দেশ্য।

শেয়ার করুন:

প্রিন্ট করুন প্রিন্ট করুন

error: Content is protected !!