মেট্রোপলিটন ইউনিভার্সিটি সিলেটের ফ্লেইমস মিউজিক্যাল ক্লাবের ২০২৩-২৪ সালের নতুন কার্যনির্বাহী কমিটি সম্প্রসারিত করা হয়েছে। গতকাল বিশ্ববিদ্যালয়ের এম. হাবিবুর রহমান মিলনায়তনে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন – মেট্রোপলিটন ইউনিভার্সিটির ভাইস চেয়ারম্যান ও ফ্লেইমস মিউজিক্যাল ক্লাবের প্রধান উপদেষ্টা তানভির চৌধুরী, বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার তারেক ইসলাম, ক্লাবের উপদেষ্টা দেব প্রিয় শুভ, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ফাহিম শাহরিয়ার প্রমুখ।
বিশ্ববিদ্যালয়ের ভাইস চেয়ারম্যান তানভীর এমও রাহমান চৌধুরী ২০২৩-২৪ সালের নতুন সম্প্রসারিত কার্যনির্বাহী কমিটিতে প্রধান উপদেষ্টা হিসেবে আছেন। এছাড়া উপদেষ্টামণ্ডলীতে রয়েছেন – সায়মন ইসলাম, দেবপ্রিয় শুভ ও ধ্রুপ নীল।
সভাপতি নির্বাচিত হয়েছেন মো. ফাহমিদুর রহমান প্রিয়ান। সহসভাপতি: চিন্ময় দেব রাহুল, নাবিল চৌধুরী, আজহারুল ইসলাম প্লাবন, মিলন তালুকদার, আলী রাজ রহমান।
সাধারণ সম্পাদক: সানি মালিক। যুগ্ম সাধারণ সম্পাদক: নাহিদুল ইসলাম রাফি, মোঃ ইফফাদুর রহমান রোহান, নাঈম আবদুল্লাহ, মারজান চৌধুরী, জ্যোতির্ময় রাজ হৃদয়, আহাদ জীবন, মুহাম্মদ কামরান।
ব্যান্ড লিডার : নাহাদ আল নাঈম। কোষাধ্যক্ষ : রাজন তালুকদার। সাংগঠনিক সম্পাদক: সাইফুর রহমান। প্রচার সম্পাদক: মাহমুদ সাকিব। ব্যান্ড ম্যানেজার : রাজ কমল দেব। মহিলা সাংগঠনিক সম্পাদক : জারিন তাসনিম খান, নন্দিনী দেব রায় হৃদি।
সহকোষাধ্যক্ষ: রনি ইসলাম, ফায়েজ আহমেদ, প্রতীক সরকার, রয়, মো:মুশফিকুজমান ইফতি, মো. ইবনে সালাম, ইশমাম ইরাম, তানভীর মাহমুদ ওভি, মিসকাত চৌধুরী। সহসাংগঠনিক সম্পাদক: মাহফুজুর রহমান রাকিব, হিমেল কর , রবিন চক্রবর্তী, রাকিব হোসেন, মাহমুদ সারওয়ার নাহিদ, সাদমান সাকিব মুন, রুহান রহমান, আজিজুর রহমান সুলতান, অর্ণব তালুকদার অর্ঘ্য, নোবো, রিফাত।
মহিলা সহসাংগঠনিক সম্পাদক: মেহরুম বাসমা, রিফাহ সানজিদা ইশিকা, মানসুরা হক মিম, মাহজাবীন চৌধুরী সিন্থিয়া, আমায়া, জান্নাতুল বেনজির প্রিমা, অর্পিতা অর্পি, মিতু তালুকদার, পুস্পিতা, জেসিকা নওরীন বৃষ্টি।
সিনিয়র নির্বাহী সদস্য : রিপন আহমেদ, জুবায়ের আহমেদ, সিফাত, ঝরণা দাস, মুনতাকিম আবেদীন চৌধুরী, প্রাপ্তি, নিশাদ, জুবের, মুজিবুর রুহিত, সামিন চৌধুরী।
সহব্যান্ড লিডার: হোসেন ইবনে জয়। সহব্যান্ড ম্যানেজার: আহসানুল হক মাহি, মহসিন আহমেদ।
আইটি ম্যানেজারঃ মাহমুদ সাকিব, সহিদ। অফিসিয়াল ফটোগ্রাফার : তানজির আহমেদ মাহিন।
সহপ্রচার সম্পাদক: দিব্যা সিনহা চৌধুরী, নিপুন পল, দিবাকর রয়, মুশফিক সামির, ইউসুফ বখত মজুমদার, মহসিন আহমেদ, চিন্ময়ী দেবী, দেবযানী, মাহাদী আল তায়েফ, মো আব্দুর রাজ্জাক, অর্ণব দেব, রায়া, বিশাল দেব, মহন চৌধুরী, মো. অনিমেষ পিয়াশ, মো. আবেদুর রহমান চৌধুরী (রাফি), জামান। পারফরমার সমন্বয়ক: আজমাইন, দুর্জয় অর্পন।
নির্বাহী সদস্য: জন,অন্তর,বিশ্বজিৎ,ইমানুল নাবিল,ফাহমিদ সামিন,আওকাত হোসেন সানি,প্রসেনজিৎ দেবনাথ,শাহরিয়ার আদনান,অরুনোদয় দাশ,রাফি ইসলাম,আহমেদ সাদমান,এক্সার আহমেদ,গালিব,সাফওয়ান সাফাত,মাজহারুল ইসলাম ফারহান,জামিল আহমেদ সৃজন,তোহেল,প্রানজন তুর্জ,শাফাকাত রাশিদ, রনদিন,মিফতা,নাহিদ,রাকান মোহাম্মদ,রাজপুত দিপ্ত,প্রত্বয় এিস্তান,আবদুল্লাহ আল মামুন,রাইয়ান চৌধুরি রাফি,দেবব্রত দেব দ্বীপ,মাহিন মিয়া,দ্বিপ্ত সর,মোঃ আবদুল্লাহ আল নোমান,আবির কর,রায়হানুল হক শিহাব,আশিক মাহমুদ,আব্দুল্লাহ মামুন,আশরাফুল মিনহাজ,আনিসুজ্জামান,সাইফুল ইসলাম,মোঃ মেহেদী হাসান,মোঃ জাকুয়ার হোসেন ,সাফি,প্রিয়াস বনিক,সাগর দাস,ঐক্য,এহসান,ইফতি,রাকতিম রয়,আমাদ আহমেদ,সামি,মাসুক,রুদ্র ভৌমিক,শরীফ খান আরিয়ান,মাহমুদ ঈশতিয়াক,নাফিজ কামাল তালহা, অসিম সূএ দর,রাকিব আহমেদ,মোহাম্মদ আমান উল্লাহ, ফাহিম,প্রহর,রাকিবুল ইসলাম রাফি,অরুপ রতন দে, যিহান মানবিত ,আনোয়ার হোসাইন,স্বপ্নিল দত্ত অনিক,আবেদুর রহমান চৌধুরী,আলমগীর হোসাইন,সুধিপ সিংহা রথি,মাহিন চৌধুরী,মিদাদ খাঁন,আমিরুজ্জামান সাঈদ,মিজানুর রহমান,মোহাম্মদ আশরাফুল,তাওরেম রোহিত,সাঈদ হাসান,লিকন,নির্জন তিব্র,সুলেমান,সাইফুল অয়ন,আবিদ শাহরিয়ার,অভিজিৎ তারাফদার,মেহেদি হাসান,অভিশেক গুপ্ত,মোহাম্মদ ফাহিম,আবু বকর সিদ্দিক, মেহরাজ মাহি।
মহিলা নির্বাহী সদস্য: মাহমুদা সামিয়া, মমতাজ মীম, তাপ্তি আজাদ, প্রগা রায়, সৈয়দা মারিয়া, মাগরোবা আক্তার শিফা, তাসনিম তিশা,শ্বতোপর্ণা ভট্টাচার্য, খাদিজা নিহা, কামরুন নাহার কলি, সানজিদা চৌধুরী, অনন্যা দত্ত, ইফফাত জাহান, তাশফিয়া হোসেন, ইউহানা, মারিয়া ইসলাম ইভা, হৃদি রুমি, সুদীপা রুচি, অনন্যাতিথি, অর্ণা পাল, মুকরমা সানজু, জান্নাত নুঝুম, ফাইজাহ হেলাল।