বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির বালাগঞ্জ উপজেলা দক্ষিণ শাখার উদ্যোগে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নিয়ে নবীনবরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার (২৯ আগস্ট) দুপুরে উপজেলা সদরস্থ স্থানীয় লতিফা কমিউনিটি সেণ্টারে এ নবীনবরণ অনুষ্ঠিত হয়।
ছাত্রনেতা আবিদ আলীর পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় স্কুল কার্যক্রম সম্পাদক ছাত্রনেতা সিদ্দিকুর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন – ইসলামী ছাত্র শিবির সিলেট জেলা পশ্চিম সভাপতি ছাত্রনেতা নজরুল ইসলাম, বালাগঞ্জ উপজেলা জামায়াতের আমীর ডা. মুহাম্মাদ আব্দুল জলিল, উপজেলা জামায়াতের সেক্রেটারি এডভোকেট রহমত আলী, উপজেলা জামায়াতের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মিজানুর রহমান, প্রিন্সিপাল মো. আমির আলী, সাংবাদিক শাহাব উদ্দিন শাহীন, ইউনিয়ন জামায়াতের সহসভাপতি আব্দুস সবুর।
অন্যদের বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন – জামায়াত নেতা মর্তুজ আলী জুয়েল, দিলোয়ার আল হোসাইন, লিয়াকত আলী, মকসুদুল ইসলাম, হাবিবুর রহমান মুহিব, দেলোয়ার হোসেন, ছাত্রনেতা জায়েদ আহমেদ, হাবিবুর রহমান চয়ন, হামিদুর রহমান নয়ন, জোবায়ের আহমেদ, সাজিদ আহমেদ, শুভ আহমেদ, রিপন মিয়া প্রমুখ নেতৃবৃন্দ।