বালাগঞ্জ উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৩০ সেপ্টেম্বর) বিকালে উপজেলা সম্মেলনকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মারিয়া হক।
সভায় বালাগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এম. আব্দুল্লাহ ইবনে মাসুদ আহমেদ, বালাগঞ্জ থানার অফিসার ইন-চার্জ নির্মল চন্দ্র দেব, উপজেলার পূর্ব গৌরীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম. মুজিবুর রহমান, পূর্ব পৈলনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শিহাব উদ্দিন, দেওয়ান বাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজমুল আলম, বালাগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মুনিম, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা হেপী রাণী দাস, উপজেলা শিক্ষা কর্মকর্তা আব্দুর রকীব ভুইয়া, বালাগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মো. জিল্লুর রহমান জিলু, সাধারণ সম্পাদক মো. আমির আলী, সাংবাদিক হেলাল আহমদ প্রমুখ।
সভায় উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং আসন্ন দুর্গাপূজা উপলক্ষে বিস্তারিত আলোচনা করা হয়।