শুক্রবার, ১১ অক্টোবর ২০২৪ খ্রিস্টাব্দ | ২৬ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

ইউরোপ বিএনপির ৩ নেতাকে বিমানবন্দরে সংবর্ধনা



সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেছেন, দেশকে স্বৈরাচারমুক্ত করতে বিএনপি নেতাকর্মীরা শুধু দেশে নয়, বিদেশে থাকা আমাদের হাজার হাজার নেতাকর্মীও আন্দোলন সংগ্রামে নিয়োজিত ছিলেন। তারা গুম, খুন, মামলা-হামলার হুমকীকে তোয়াক্কা না করে স্বজনদের মায়া ছেড়ে বছরের পর বছর বিশ্বের দেশে দেশে আন্দোলন চালিয়ে গেছেন। দেশ আজ স্বৈরাচারমুক্ত হয়েছে। আমাদের প্রবাসী নেতারা দেশমাতৃকার টানে এবার দেশে আসছেন, আমরা তাদের স্বাগত জানাই।

তিনি গত সোমবার (৩০ সেপ্টেম্বর) সকালে সাবেক ছাত্রদল অর্গানাইজেশন ইউরোপ’র প্রতিষ্ঠাতা সভাপতি, স্পেন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আবু জাফর রাসেল, পর্তুগাল বিএনপির সদস্য সচিব ছায়েফ আহমেদ সুইট এবং পর্তুগাল বিএনপি’র ১ম যুগ্ম আহবায়ক, এমসি কলেজ ছাত্রদলের সাবেক ছাত্রনেতা শেখ খালেদ আহমদ মিনহাজ’র দেশে আগমন উপলক্ষে সিলেট জেলা ও মহানগর বিএনপি, যুবদল, স্বেছাসেবক দল ও ছাত্রদলের পক্ষ থেকে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অভ্যর্থনা অনুষ্ঠানে উপরোক্ত কথাগুলো বলেন।

এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন সিলেট মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক ও সিলেট সিটির সাবেক প্যানেল মেয়র রেজাউল হাসান কয়েস লোদী, সিলেট জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এডভোকেট আল আসলাম মুমিন, সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মাহবুবুল হক চৌধুরী (ভিপি মাহবুব), জেলা যুবদলের সহ-সভাপতি সাহেদ আহমদ চমন, সাবেক ছাত্রনেতা মারজানুল হক জুসেফ, জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সচিব দেওয়ান জাকির হোসেন খান, মহানগর যুবদলের সাধারণ সম্পাদক মির্জা স¤্রাট, পর্তুগাল বিএনপির যুগ্ম আহবায়ক মিজানুর রহমান শাহ জামাল, দিলোয়ার আহমেদ রাফি, সিলেট মহানগরীর ৫নং ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সাহেদ আহমদ, জেলা যুবদলের সহ তথ্য ও গবেষণা সম্পাদক শাকের মাহমুদ, এমসি বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রদলের আহবায়ক সেলিম আহমদ সাগর, জেলা ছাত্রদলের সহ সাংগঠনিক সম্পাদক শাহ আলম, বিমানবন্দর থানা বিএনপি নেতা এমদাদুল হক, শামীম আহমেদ, জাহেদ আহমেদ, সাদেক আহমদ, সাদ্দাম হোসেন, বালাগঞ্জ উপজেলা যুবদলের সদস্য সচিব সেলিম আহমদ, বোয়ালজুড় ইউনিয়ন যুবদলের সভাপতি ছাদেক আহমদ, ইউনিয়ন কৃষক দলের সভাপতি আনহার মিয়া, যুবদল নেতা রমজান আলী, কয়েছ মিয়া, শাহেদ আহমদ পুতুল, বালাগঞ্জ উপজেলা ছাত্রদল নেতা আফজল হোসেন, স্বেচ্ছাসেবক দল নেতা জাবেদ আহমদ, সামাদ আহমদ প্রমুখ।

শেয়ার করুন:

প্রিন্ট করুন প্রিন্ট করুন

error: Content is protected !!