বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫ খ্রিস্টাব্দ | ২ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

বালাগঞ্জে ইসলামিক ফাউন্ডেশনের ইমাম ও খতিব প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন



হাওর অঞ্চলে প্রাকৃতিক পরিবেশ সুরক্ষা, জীববৈচিত্র সংরক্ষণ ও মানুষের জীবনমান উন্নয়ন বিষয়ে বালাগঞ্জ উপজেলার ইমাম ও খতিবদের অংশগ্রহণে ৩ দিনব্যাপি প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠিত হয়েছে। গত সোমবার (০৫ নভেম্বর) সকাল ১০টায় উপজেলা হলরুমে এ প্রশিক্ষণ উদ্বোধন করা হয়। অনলাইনে যুক্ত হয়ে কর্মশালার উদ্বোধন করেন সরকারের ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আ.ফ.ম খালিদ হোসেন। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বালাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মারিয়া হক।

ইসলামিক ফাউন্ডেশন বালাগঞ্জ উপজেলা এম.সি মো. আছাব আলীর পরিচালনায় অনলাইনে বিশেষ অতিথি হিসেবে যুক্ত থেকে বক্তৃতা করেন – ইসলামিক ফাউন্ডেশন সিলেট বিভাগীয় পরিচালক মোহাম্মদ মহীউদ্দীন মজুমদার, বালাগঞ্জ উপজেলা ফিল্ড সুপার ভাইজার মোহাম্মদ জামাল উদ্দিন, হাওর প্রকৃতি সিলেট ফিল্ড সুপার ভাইজার মোহাম্মদ কাওছার আহমদ, উপজেলা মডেল লাইব্রেরিয়ান মাওলানা নোমান আহমদ কাওসার প্রমুখ। কর্মশালার শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত করেন হাফিজ মিজানুর রহমান।

শেয়ার করুন:

প্রিন্ট করুন প্রিন্ট করুন

error: Content is protected !!