তিনি সোমবার (১১ নভেম্বর) বিকালে বালাগঞ্জ উপজেলার কুশিয়ারা বাজারে পূর্ব পৈলনপুর ইউনিয়ন ছাত্রদলের প্রতিষ্ঠাতা সভাপতি, যুক্তরাজ্য প্রবাসী বিএনপি নেতা আহমদ আলী চুনু’র দেশে আগমন উপলক্ষে স্থানীয় পূর্ব পৈলনপুর ইউনিয়ন বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল ও শ্রমিকদলের উদ্যোগে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। সভায় সভাপতিত্ব করেন পূর্ব পৈলনপুর ইউনিয়ন বিএনপির সভাপতি হাজী আব্দুল বারী।
বিএনপি নেতা হুমাইয়ুন কবির, সেলিম রেজা ও মিজান আহমদেও যৌথ পরিচালনায় অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তৃতা করেন বালাগঞ্জ উপজেলা বিএনপির সহসভাপতি নজরুল ইসলাম জিতু। বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন বালাগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি হাজী আফাজ উদ্দিন, সিলেট জেলা বিএনপির গণশিক্ষা বিষয়ক সম্পাদক মোহাম্মদ সাহিদুল হক সোহেল, বালাগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি লুৎফুর রহমান, সাংগঠনিক সম্পাদক সাইফুল আহমদ সেফুল, দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শাহ মাহমদ আলী, জেলা বিএনপি নেতা আব্দুল হাসিব, মো. সাবুল মিয়া, পূর্ব পৈলনপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. চেরাগ আলী, জিল্লুর রহমান জিলু, শামীম আহমদ, ইরান আহমদ, আশিকুর রহমান, জাবেদ রানা, নূরুল হক প্রমুখ। সভায় সংবর্ধিত অতিথি সাবেক ছাত্রদল নেতা, যুক্তরাজ্য প্রবাসী বিএনপি নেতা আহমদ আলী চুনুকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।