বুধবার, ৪ ডিসেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ | ২০ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

গোয়ালাবাজার সরকারি আদর্শ মহিলা কলেজে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা



সিলেট সরকারি মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর হায়াতুল ইসলাম আকঞ্জি বলেছেন, শিক্ষার্থীদের মনোযোগ দিয়ে পড়ালেখা করতে হবে। আগামীদিনের চ্যালেঞ্জ মোকাবেলায় পড়ালেখার বিকল্প নেই। তিনি বলেন, আমি শহরের মানুষ নয়, আমি গ্রাম থেকে কষ্ট করে উঠে এসেছি।

তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে আরও বলেন, বড় হতে হলে নিজেদের জীবনে সততা ও নিষ্ঠা বজায় রাখতে হবে। সততা এবং নিষ্ঠা থাকলে অনেক উপরে উঠতে পারবে।

তিনি রোববার (১৭ নভেম্বর ২০২৪) বিকালে ওসমানীনগর উপজেলার গোয়ালাবাজার সরকারি আদর্শ মহিলা কলেজের ২০২২, ২০২৩ ও ২০২৪ সালের জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থী এবং ২০২৪ সালে জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে ওসমানীনগর উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান হিসেবে কলেজের অধ্যক্ষ আব্দুল মুকিত আজাদ, শ্রেষ্ঠ শিক্ষার্থী (গ বিভাগ) আবিদা নওরিন খানসহ আরও ১৭জন শিক্ষার্থীকে প্রদত্ত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান
অতিথির বক্তৃতাকালে উপরোক্ত কথাগুলো বলেন। কলেজ মিলনায়তনে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ আব্দুল মুকিত আজাদ।

অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তৃতাকালে সিলেট মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের সচিব চৌধুরী মামুন আকবর শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন এইচএসসি পাস করলেই পড়ালেখার শেষ ভেবে নিও না। কঠিন পরিশ্রমের মাধ্যমে আরও পড়ালেখা করতে হবে। দেশ এবং জাতি তোমাদের দিকে থাকিয়ে আছে। তোমরা পড়ালেখা করলে জীবনে অনেক বড় হতে পারবে।

সহকারী অধ্যাপক অপর্ণা চৌধুরী ও প্রভাষক মো. রুহুল আমিনের যৌথ পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন তাজপুর ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ খয়রুল আবেদীন চৌধুরী, গোয়ালাবাজার
সরকারি আদর্শ মহিলা কলেজের সহকারী অধ্যাপক কৃপাসিন্ধু দেব, নিশেন্দু পোদ্দার, ইব্রাহিম কয়েস, প্রভাষক মোজাম্মেল হক মৃধা, অর্জুন দেব, ওসমানীনগর উপজেলা প্রেসক্লাবের সভাপতি জুবেল আহমদ সেকেল, বালাগঞ্জ
প্রেসক্লাবের সভাপতি মো. জিল্লুর রহমান জিলু, ২০২২ সালে এইচএসসিতে জিপিএ-৫ প্রাপ্তদের পক্ষে অনুপমা দাশ মুক্তি, ২০২৩ সালের জিপিএ-৫ প্রাপ্তদের পক্ষে সুমাইয়া বেগম চৌধুরী, ২০২৪ সালে জিপিএ-৫ প্রাপ্তদের পক্ষে আবিদা নওরিন খান, উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষার্থী রাজমিন নাহার প্রমুখ।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন
শিক্ষার্থী তাসলিমা আক্তার ঝুমা এবং গীতা পাঠ করেন অনুপমা দাশ মুক্তি।

অনুষ্ঠানের শুরুতে অতিথিদের ফুলেল শুভেচ্ছা জানানোয় হয় এবং সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

 

 

শেয়ার করুন:

প্রিন্ট করুন প্রিন্ট করুন

error: Content is protected !!