শনিবার, ২৩ অগাস্ট ২০২৫ খ্রিস্টাব্দ | ৮ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
Sex Cams

সিলেটের বালাগঞ্জে জমি নিয়ে বিরোধে সংঘর্ষ, প্রবাসী নিহত



সিলেটের বালাগঞ্জ উপজেলার পশ্চিম গৌরীপুর ইউনিয়নের আতাসন গ্রামে জমি নিয়ে বিরোধের জেরে সংঘর্ষে আব্দুল গফুর (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। শনিবার (১১ জানুয়ারি) দুপুরে এ মর্মান্তিক সংঘর্ষের ঘটনা ঘটে।

নিহত আব্দুল গফুর আতাসন গ্রামের সাবেক ইউপি সদস্য মৃত আহমদ আলীর ছেলে এবং একজন প্রবাসী। তিনি সৌদি আরবে কর্মরত ছিলেন এবং সম্প্রতি ছুটি নিয়ে দেশে ফিরেছিলেন। সংঘর্ষে উভয়পক্ষের মহিলাসহ অন্তত ১৫ জন আহত হয়েছেন, যাদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর।

স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে একই গ্রামের দিলু মিয়া ও আব্দুল গফুরের মধ্যে জমি নিয়ে বিরোধ চলে আসছিল। এ বিরোধের সূত্র ধরে শনিবার দুপুরে দুই পক্ষ দফায় দফায় সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে দেশীয় অস্ত্রসহ নানা রকম মারাত্মক উপকরণ ব্যবহার করা হয়।

এক পর্যায়ে প্রতিপক্ষের হামলায় গুরুতর আহত হন আব্দুল গফুর। দ্রুত তাকে উদ্ধার করে সিলেটের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বালাগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ফরিদ উদ্দিন ভূঁইয়া জানান, ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। নিহতের মরদেহ সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান চালানো হচ্ছে।

শেয়ার করুন:

প্রিন্ট করুন প্রিন্ট করুন