যুক্তরাজ্য বিএনপির সভাপতি আলহাজ্ব এম এ মালেক’র সমর্থনে বালাগঞ্জে ৫শ শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। যুক্তরাজ্যের লন্ডন মহানগর যুবদলের সহসভাপতি শেখ শামীম আহমদ ও বালাগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা দলের আহবায়ক শেখ বদরুজ্জামান’র সৌজন্যে এসব শীতবস্ত্র বিতরণ করা হয়।
গত শনিবার (০১ ফেব্রুয়ারি) উপজেলার বোয়ালজুড় ইউনিয়নের বাণীগাঁও এসইএসডিপি মডেল উচ্চ বিদ্যালয় মাঠে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বোয়ালজুড় ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শেখ শফিকুর রহমান দুদু। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন বালাগঞ্জ সদর ইউনিয়ন বিএনপির সভাপতি জামাল আহমদ খলকু।
বালাগঞ্জ উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক রেজাউল আহমদ তাহিল ও উপজেলা শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক হেলাল আহমদ’র যৌথ পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন বালাগঞ্জ উপজেলা শ্রমিক দলের সভাপতি মজনু মিয়া, বালাগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা দলের আহবায়ক শেখ বদরুজ্জামান, বিএনপি নেতা নেছার আহমদ, বুরুঙ্গা ইউনিয়ন বিএনপির সভাপতি নূরুল ইসলাম জিতু, উপজেলা যুবদল নেতা মাসুক মিয়া, বালাগঞ্জ উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি আজমুল হোসেন, উপজেলা যুবদল নেতা সুহেল আহমদ প্রমুখ।