বালাগঞ্জ উপজেলার দেওয়ান আব্দুর রহিম হাইস্কুল এন্ড কলেজের অষ্টম ও দশম শ্রেণির শিক্ষার্থীদের পড়ালেখার মানোন্নয়নের লক্ষে অভিভাবক সমন্বয়ে সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকালে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন কলেজ গভর্নিং বডির সভাপতি আফম শামীম।
সভায় বক্তৃতা করেন কলেজ গভর্নিং বডির সদস্য আতিকুর রহমান, বিদ্যালয়ের প্রধান শিক্ষক খলিলুর রহমান, সহকারী প্রধান শিক্ষক জেসমিন বেগম, নলজুড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আসিদ আলী, বালাগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক মো. জিল্লুর রহমান জিলু, শিক্ষানুরাগী বাবরু মিয়া, সেবুল মিয়া, গেদু মিয়া, আনা মিয়া, সাইস্তা মিয়া, আতাউর রহমান জিলু প্রমুখ।
সভায় আসন্ন জেএসসি ও এসএসসি পরীক্ষাকে সামনে রেখে শিক্ষার্থীদের ভাল পড়ালেখার ব্যাপারে অভিভাবক সমন্বয়ে বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করা হয়।