রবিবার, ১৩ অক্টোবর ২০২৪ খ্রিস্টাব্দ | ২৮ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

বালাগঞ্জে ফলদ বৃক্ষ মেলার সমাপনী ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত



বালাগঞ্জে তিন দিনব্যাপী ফলদ বৃক্ষ মেলা সম্পন্ন হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার (০৫ আগষ্ট) সকাল ১১ টায় বালাগঞ্জ উপজেলা কৃষি সম্প্রসারণ দপ্তরের আয়োজনে বালাগঞ্জ উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এক সমাপনী ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বালাগঞ্জ উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. হেলাল উদ্দিন। উপজেলা উপ সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. হাবিবুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন বালাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো. নাজমুস সাকিব।

অনুষ্ঠানে বিশেষ অথিতি হিসেবে বক্তৃতা করেন বালাগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. সামস্ উদ্দিন সামস্, বালাগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুমন চন্দ্র দাস, উপজেলা সিনিয়ন মৎস্য কর্মকর্তা (অ.দা.) নির্মল চন্দ্র বণিক, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা মো. ইউনুস মিয়া।

এছাড়াও উপস্থিত ছিলেন সাপ্তাহিক বালাগঞ্জ বার্তার সম্পাদক শাহাব উদ্দিন শাহীন, বালাগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সদস্য তারেক আহমদ, আবুল কাশেম অফিক প্রমুখ।

অনুষ্ঠানে “কৃষকের উৎপাদিত পণ্য” ক্যাটাগরীতে ১৫ জন কৃষককে এবং মেলার স্টল গুলোর মধ্য থেকে সূচনা প্রকল্পের স্টলকে ও উপজেলা মৎস্য অফিসের স্টলকে পুরষ্কৃত করা হয়।

শেয়ার করুন:

প্রিন্ট করুন প্রিন্ট করুন

error: Content is protected !!