শুক্রবার, ৪ অক্টোবর ২০২৪ খ্রিস্টাব্দ | ১৯ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

দলে অনুপ্রবেশকারীদের ঠাঁই নেই, বিএনপি এখন ঘুমন্ত তরি : ত্রি-বার্ষিক সম্মেলনে কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন

বালাগঞ্জ আ.লীগের সম্মেলন সম্পন্ন: সভাপতি মফুর, সাধারণ সম্পাদক আনহার মিয়া পুনরায় নির্বাচিত



কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ আহমদ হোসেন বলেছেন, দলে অনুপ্রবেশকারীদের দলে ঠাঁই নেই, বিএনপি এখন ঘুমন্ত তরি । ৮টি বিভাগের অনুপ্রবেশকারী, ঘুষখোর, দালাল, জামাত শিবির, বিএনপি সন্ত্রাসীদের তালিকা আমাদের হাতে রয়েছে, এরা কোনভাবেই দলে ডুকতে পারবেনা । ত্যাগী নেতাকর্মীদের মুল্যায়ন করা হবে। দলের উন্নয়ন কার্যক্রমগুলো সাধারণ লোকদের কাছে নেতাকর্মীদের তুলে ধরতে হবে। খালেদা জিয়া কিভাবে বিদেশ যাবেন আদালতে মামলা রেখে। বালাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে মোঃ আহমদ হোসেন উপরোক্ত কথাগুলো বলেন।

দীর্ঘ ১৬ বছর পর আজ শুক্রবার (১ নভেম্বর) বিকালে বালাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হয় উপজেলা সদরস্থ এম এ খান অডিটোরিয়ামে । সম্মেলনে সভাপতিত্ব করেন বালাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মোস্তাকুর রহমান মফুর।
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বোয়ালজুড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আনহার মিয়ার পরিচালনায় অনুষ্ঠিত সম্মেলনে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট লুৎফুর রহমান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্র্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো: আহমদ হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন – আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ, কেন্দ্রীয় আওয়ামী লীগের সদস্য ও সিলেট মহানগরীর সভাপতি বদর উদ্দিন কামরান।

প্রধান বক্তার বক্তব্য রাখেন সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক এমপি আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে হিসেবে আরো উপস্থিত থাকেন সিলেট জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সিলেট-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মাহমুদ উস সামাদ চৌধুরী, সহসভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান মাসুক উদ্দিন মাসুক, এডভোকেট শাহ ফরিদ আহমদ, সদর উপজেলা চেয়ারম্যান মোঃ আশফাক আহমদ, সিলেট জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট নাসির উদ্দিন খাঁন, সাংস্কৃতিক সম্পাদক এমাদ উদ্দিন মানিক, মহানগর আওয়ামী লীগের সহসভাপতি মুক্তিযোদ্ধা আব্দুল খালিক, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট নিজাম উদ্দিন, যুবও ক্রীড়া সম্পাদক এডভোকেট রনজিত সরকার, উপ দপ্তর সম্পাদক জগলু চৌধুরী, সদস্য আবদাল মিয়া, বালাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আবু বক্কর সিদ্দিক, ফেঞ্চুগঞ্জ আওয়ামী লীগের সভাপতি শওকত আহমদ, ওসমানীনগর আওয়ামীলীগের গোলাম কিবরিয়া চেয়ারম্যান, বিশ্বনাথ আওয়ামী লীগের সহসাধারণ সম্পাদক সেবুল মিয়া , সিলেট জেলা যুবলীগের সভাপতি শামীম আহমদ, সাধারণ সম্পাদক শামীম আহমদ, শেফিল্ড অওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ্ব মতিউর রহমান শাহীন, যুক্তরাজ্য প্রবাসী বালাগঞ্জ ও ওসমানী নগর আদর্শ সমিতির সভাপতি মসিউর রহমান মসনু, প্রবাসী কমিউনিটি নেতা সাদ উদ্দিন, স্পেন প্রবাসী আবুল কালামসহ বালাগঞ্জ উপজেলা আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

প্রথমে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করেন প্রধান অতিথি ও বিশেষ অতিথি বৃন্দ। শুরুতে কোরআন তেলাওয়াত করেন বোয়ালজুড় ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ক্বারী রুহেল আহমদ চৌধুরী। গীতাপাঠ করেন পুর্বগৌরীপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান হিমাংশু রঞ্জন দাস। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান এম এ মতিন।

এক মিনিট মিনিট নিরবতা পালনসহ শোক প্রস্তাব পাঠ করেন সাধারণ সম্পাদক মোঃ আনহার মিয়া। বিগত কমিটি বিলুপ্ত করে কাউন্সিল অধিবেশনে সভাপতিত্ব করেন সিলেট জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট লুৎফুর রহমান । সঞ্চালনা করেন সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক এমপি আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরী । সভাপতি পদে মোস্তাকুর রহমান মফুর ও সাধারণ সম্পাদক পদে মোঃ আনহার মিয়া নাম আসলে সবাই করতালি দিয়ে সমর্থন জানায়। আগামী ৩ বছরের জন্য কমিটি গঠন করা হয়।

দলীয় সূত্রে জানা গেছে, ২০০৩ সালের পর আর কোন সম্মেলন হয়নি।, দীর্ঘ ১৬ বছর পর বালাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হয়।

শেয়ার করুন:

প্রিন্ট করুন প্রিন্ট করুন

error: Content is protected !!