
তামিম ইকবাল। ছবি: সংগৃহীত
বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক তামিম ইকবালের হার্টে দুটি ব্লক ধরা পড়েছে। বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন এবং চিকিৎসকরা তার শারীরিক অবস্থা নিবিড় পর্যবেক্ষণে রেখেছেন।
সোমবার (২৪ মার্চ) ঢাকা প্রিমিয়ার লিগের ম্যাচ চলাকালীন বিকেএসপিতে হঠাৎ বুকে ব্যথা অনুভব করেন তামিম। দ্রুত তাকে ফজিলাতুন্নেছা হাসপাতালে নেওয়া হলে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার পর তার হার্টে দুটি ব্লক শনাক্ত হয়। চিকিৎসকদের পরামর্শে এনজিওপ্লাস্টি করা হয় এবং একটি রিং পরানো হয়েছে।
তামিমের অসুস্থতার খবরে ক্রিকেটাঙ্গনে উদ্বেগ ছড়িয়ে পড়েছে। সতীর্থরা, ভক্তরা এবং ক্রিকেট সংশ্লিষ্ট ব্যক্তিরা তার দ্রুত সুস্থতা কামনা করছেন। বিসিবি ও তার পরিবার থেকে আনুষ্ঠানিক কোনো বিবৃতি এখনো না এলেও সূত্র জানায়, তার শারীরিক অবস্থা কিছুটা উন্নতির দিকে।
চিকিৎসকরা তামিমের স্বাস্থ্যের প্রতি বিশেষ নজর দিচ্ছেন এবং পরবর্তী আপডেটের জন্য অপেক্ষা করতে হবে।