রবিবার, ৭ ডিসেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ | ২৩ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
Sex Cams

শেখ ছাদেক ফুটবল একাডেমির উদ্যোগে সংবর্ধনা ও ঈদ উপহার বিতরণ



বালাগঞ্জের মাদ্রাসাবাজারে শেখ ছাদেক ফুটবল একাডেমির উদ্যোগে এক সংবর্ধনা ও ঈদ উপহার বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
রোববার (৩০ মার্চ) মাদ্রাসাবাজারস্থ একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত এ অনুষ্ঠানে ইতালি প্রবাসী, যুবসংগঠক নাজমুল হোসাইনকে সংবর্ধনা প্রদান করা হয় এবং একাডেমির খেলোয়াড়দের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়।

একাডেমির প্রতিষ্ঠাতা, আমেরিকা প্রবাসী।শেখ মো. ছাদেকের পক্ষ থেকে খেলোয়াড়দের মাঝে উপহার বিতরণ করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন একাডেমির ভারপ্রাপ্ত সভাপতি জুবায়ের আহমদ খান রাজু এবং পরিচালনা করেন সহসভাপতি মো. জামাল উদ্দিন।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বালাগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সহসভাপতি সাংবাদিক শাহ মো. হেলাল এবং একাডেমির কর্মকর্তারা ও খেলোয়াড় বৃন্দ।

সংবর্ধিত অতিথি নামজুল হোসাইন বলেন, শেখ ছাদেক ফুটবল একাডেমি কেবল একটি ক্রীড়া প্রতিষ্ঠান নয়, এটি তরুণদের অনুপ্রেরণার এক মাইলফলক। এর উন্নয়নে আমি পাশে থাকবো।

একাডেমির প্রতিষ্ঠাতা শেখ মো. ছাদেক শুভেচ্ছা বার্তায় বলেন, ঈদ আনন্দ ভাগাভাগি করার জন্যই আমাদের এই আয়োজন। একাডেমির প্রতিটি সদস্য আমার পরিবারের অংশ, তাদের পাশে থাকতে পারা আমার জন্য গর্বের বিষয়।

শেয়ার করুন:

প্রিন্ট করুন প্রিন্ট করুন

error: Content is protected !!