সিলেটের বালাগঞ্জ উপজেলার দেওয়ানবাজার ইউনিয়নের সিরাজপুর গ্রামে বৃহস্পতিবার (১৭ এপ্রিল) ছিল এক আনন্দঘন ও স্মরণীয় দিন। একই দিনে, একই অনুষ্ঠানে অনুষ্ঠিত হয়েছে দুই বোনের শুভ বিবাহ—যা এলাকাবাসীর মধ্যে সৃষ্টি করেছিল এক অনন্য আবেগ ও উদ্দীপনা।
বিয়ের কনে দু’জনই সিরাজপুর গ্রামের বাসিন্দা মো. আব্দুল লতিবের মেয়ে। তারা ফ্রান্স যুবদলের নেতা এবং গহরপুর এসোসিয়েশন ইন ফ্রান্স-এর যুগ্ম সাধারণ সম্পাদক মো. আব্দুল জলিলের ভাতিজি।
উপজেলার মাদ্রাসাবাজার কমিউনিটি সেন্টারে আয়োজিত এই বর্ণাঢ্য অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এলাকার আলেম সমাজ, রাজনৈতিক ব্যক্তিত্ব, জনপ্রতিনিধি, সাংবাদিক, সাংস্কৃতিক ও ক্রীড়া অঙ্গনের গুণীজনরা।
বিয়ের এই ব্যতিক্রমী আয়োজনকে ঘিরে গ্রামে ছিল উৎসবমুখর পরিবেশ। দুই বোনের একসঙ্গে জীবনের নতুন পথে যাত্রা—এটি স্থানীয়দের হৃদয়ে গেঁথে থাকবে দীর্ঘদিন বলে সচেতন মহলের অভিমত।