বালাগঞ্জে আসন্ন শারদীয় দুর্গা পূজা-২০২২ উপলক্ষে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার ( ২৬ সেপ্টেম্বর) বালাগঞ্জ উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।
বালাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার রোজিনা আক্তার এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বালাগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোস্তাকুর রহমান মফুর।
বালাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আনহার মিয়া চেয়ারম্যান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সামস উদ্দিন সামস, থানার ওসি (তদন্ত) মো. ফয়েজ আহমেদ, বালাগঞ্জ উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদের সভাপতি ডা. পবিত্র রঞ্জন বনিক, সিলেট জেলা পূজা উদযাপন পরিষদের সদস্য, সাবেক ইউপি চেয়ারম্যান হিমাংশু রঞ্জন দাস, বালাগঞ্জ উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি ও বালাগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি রজত চন্দ্র দাস ভুলন, সাধারণ সম্পাদক নয়ন তালুকদার, ইউপি চেয়ারম্যান মো. আব্দুল মুনিম, ইউপি চেয়ারম্যান শিহাবউদ্দিন শিহাব, ইউপি চেয়ারম্যান এম মুজিবুর রহমান, পিআইও প্রীতিভুষন দাস, আনসার ভিডিপি কর্মকর্তা মো. হারুন উর রশিদ, পল্লী বিদ্যুৎ এর এজিএম মো. আবদুর রশীদ, প্রশাসনিক কর্মকর্তা সঞ্জয় চক্রবর্ত্তী, পূজা পরিষদের সহ সভাপতি লাল মোহন দাস নান্টু, প্রদীপ দাস, সাংগঠনিক সম্পাদক স্বপন কান্তি দাস সপু, কোষাধ্যক্ষ অর্জুন দেবনাথসহ বালাগঞ্জ উপজেলা পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ ও বালাগঞ্জ উপজেলার সকল পূজা মন্ডপের সভাপতিসম্পাদকবৃন্দ সভায় উপস্থিত ছিলেন।
পরে বালাগঞ্জ উপজেলা পূজা উদযাপন পরিষদের পক্ষ থেকে সার্বজনীন ২৭টি ও ব্যক্তিগত ৩টি পূজা মন্ডপসহ ৩০টি পূজা মন্ডপ এর পক্ষে নিমন্ত্রণ পত্র আনুষ্ঠানিকভাবে প্রদান করা হয়।