বালাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক, বালাগঞ্জ বাজার বণিক সমিতির সভাপতি মো. জুনেদ মিয়ার পিতা ও উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য, বালাগঞ্জের বিশিষ্ট ব্যবসায়ী হাজী মো. লালা মিয়া (৭৫)-এর দাফন সম্পন্ন হয়েছে। শনিবার (২৭ নভেম্বর) বেলা ২টায় সময় বালাগঞ্জ সরকারি ডি.এন.উচ্চ বিদ্যালয় মাঠে মরহুমের জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হয়।
জানাজার নামাজে সিলেট ৩ আসনের সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিব, বালাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান মোস্তাকুর রহমান মফুর, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আনহার মিয়া চেয়ারম্যান, বালাগঞ্জ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান সৈয়দ মাওলানা আলী আজগর, সিলেট জেলা বিএনপি নেতা ও বোয়ালজুড় ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল নুর, বালাগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মুনিম, সাবেক চেয়ারম্যান এমএ মতিনসহ বিভিন্ন পযার্য়ের জনপ্রতিনিধি, রাজনৈতিক, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ এবং এলাকার সর্বস্তরের শোকাহত লোকজন অংশ নেন। জানাজায় ইমামতি করেন জামিয়া ইসলামিয়া হুসাইনিয়া গহরপুর মাদ্রাসার মুহাদ্দিস মাওলানা আব্দুর রহমান ( কলুমার হুজুর)।এর আগে বালাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক, বালাগঞ্জ বাজার বণিক সমিতির সভাপতি জুনেদ মিয়ার পিতা ও বালাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর অন্যতম সদস্য মো. লাল মিয়া শুক্রবার (২৬ নভেম্বর) দিবাগত রাত পৌনে ২টার দিকে ইন্তেকাল করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৫ছেলে এবং ৩ মেয়েসহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন।