বালাগঞ্জ উপজেলার নর্থইস্ট বালাগঞ্জ কলেজের উদ্যোগে শিক্ষার মানোন্নয়নের লক্ষ্যে অভিভাবক ও গুণীজন সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৭ অক্টোবর) দুপুরে কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন কলেজের অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য, যুক্তরাজ্যস্থ কলেজ উন্নয়ন কমিটির সাধারণ সম্পাদক ইকরাম আহমদ ইলিয়াস। সভাপতিত্ব করেন কলেজ গভর্ণিং বডির সভাপতি আমির হোসেন নুরু।
প্রভাষক ছালেহ আহমদের পরিচালনায় সমাবেশ বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন দেওয়ান বাজার ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আফম শামীম, দেওয়ান আব্দুর রহিম হাইস্কুল এ- কলেজের প্রধান শিক্ষক খলিলুর রহমান, নর্থইস্ট কলেজের অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য ছালেহ আহমদ, কলেজের দাতা সদস্য মো. আবুল মিয়া, কলেজ গভর্ণিং বডির সদস্য আব্দুল জলিল, আব্দুল কাদির, হাবিবুর রহমান নেফুর, শিক্ষানুরাগী মুজিবুর রহমান, তখলিসুর রহমান, বালাগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. জিল্লুর রহমান জিলু, আব্দুল মতিন মহিলা একাডেমির প্রধান শিক্ষক জুবের আহমদ, অভিভাবক চেরাগ আলী, মামুন চৌধুরী, কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আমিরুল ইসলাম, শিক্ষার্থী আকিলা বেগম, আয়েশা বেগম, আব্দুল্লাহ, রাহিমা, ইমা, হাসনা, রুবি, সিমা, রুবেল প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে অতিথিদের ফুলের তোড়া ও ক্রেস্ট প্রদান করা হয়।