প্রধানমন্ত্রী পদে একই ব্যক্তির পরপর দুই মেয়াদের বেশি না থাকার প্রস্তাবে দ্বিমত জানিয়েছে বিএনপি। আজ মঙ্গলবার জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠক শেষে দলের স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেন, “প্রধানমন্ত্রীর পদের ক্ষেত্রে একটা বিতর্ক আছে। পরপর দুইবার কেউ প্রধানমন্ত্রী থাকতে পারবেন না—এই প্রস্তাবে আমরা দ্বিমত পোষণ করেছি। গ্যাপ দিয়ে হলেও ভবিষ্যতে আবার আসা যেতে পারে।”
তিনি বলেন, “যদি জনগণ বারবার কোনো দলকে নির্বাচিত করে, তবে সেটাই তাদের ম্যান্ডেট। এক্ষেত্রে পার্টিরও স্বাধীনতা থাকা উচিত—তারা কাকে প্রধানমন্ত্রী বানাবে তা নির্ধারণ করার।”
আলোচনায় আরও উঠে এসেছে, একই ব্যক্তি যেন দলীয় প্রধান, প্রধানমন্ত্রী ও সংসদ নেতা—এই তিনটি পদে একসঙ্গে না থাকেন, সে বিষয়েও আলোচনা চলছে। তবে সালাহউদ্দিন আহমেদ জানান, “মেজরিটি পার্টি এটা ডিসাইড করবে।”
তিনি উল্লেখ করেন, সংসদ নেতার হাতে নির্বাহী ক্ষমতা না থাকলেও বাস্তবে প্রধানমন্ত্রী ও সংসদ নেতা একীভূত থাকাটাই কার্যকরভাবে দেখা গেছে বেশি ফলপ্রসূ।
এছাড়াও, নারীর সংরক্ষিত আসনে নির্বাচন পদ্ধতি ও ২১ বছর বয়সে এমপি হওয়ার যোগ্যতা নিয়েও ভিন্নমত পোষণ করেছে বিএনপি।
বৈঠকে বিএনপির পক্ষ থেকে অংশ নেন চেয়ারপারসনের উপদেষ্টা ইসমাঈল জবিউল্লাহ, আইনজীবী রুহুল কুদ্দুস কাজল এবং সাবেক সচিব আবু মো. মনিরুজ্জামান খান।
তিন দিনের ধারাবাহিক আলোচনার অংশ হিসেবে এই বৈঠক অনুষ্ঠিত হয়। এর আগে গত বৃহস্পতিবার ও রোববারও কমিশনের সঙ্গে আলোচনায় বসেছিল বিএনপি।