আবুল মাল আব্দুল মুহিত কে-স্পোর্টস আন্তঃউপজেলা ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী খেলায় গোলাপগঞ্জ উপজেলা ক্রীড়া সংস্থাকে হারিয়ে বালাগঞ্জ উপজেলা ক্রীড়া সংস্থা শুভ সূচনা করেছে। ১৯ অক্টোবর (শুক্রবার) টুর্নামেন্টের উদ্বোধনী খেলায় উভয় দল নির্ধারিত ও অতিরিক্ত সময়ে গোল করতে ব্যর্থ হলে, ট্রাইব্রেকারে বালাগঞ্জ উপজেলা ক্রীড়া সংস্থা ৪-৩ গোলে প্রতিপক্ষ গোলাপগঞ্জ উপজেলা ক্রীড়া সংস্থাকে হারিয়ে জয় নিয়ে মাঠ ছাড়ে।
এর আগে শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টায় সিলেটের ১৩টি উপজেলা ফুটবল দল নিয়ে আয়োজিত এ টুর্নামেন্টের প্রধান অতিথি হিসেবে অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত আনুষ্ঠানিক উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিলেটের জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি এম কাজী এমদাদুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেটের বিভাগীয় কমিশনার মোহাম্মদ মেজবাহ্ উদ্দিন চৌধুরী, সিলেট রেঞ্জ এর ডিআইজি মোঃ কামরুল আহসান বিপিএম, মেট্রোপলিটন পুলিশের কমিশনার গোলাম কিবরিয়া, সিলেটের পুলিশ সুপার মোঃ মনিরুজ্জামান।
অনুষ্ঠানে বিশিষ্ট ব্যক্তিবর্গ ছাড়াও উপস্থিত ছিলেন বালাগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আব্দাল মিয়া, বালাগঞ্জ উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও বোয়ালজুড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আনহার মিয়া, বালাগঞ্জ উপজেলা ক্রীড়া সংস্থার যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ জুনেদ মিয়া, মোহাম্মাদ এমরানুর রহমান ইমরান প্রমুখ।
আবুল মাল আব্দুল মুহিত আন্তঃউপজেলা ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী খেলায় বালাগঞ্জ উপজেলা ক্রীড়া সংস্থা জয়লাভ করায় বালাগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ আব্দাল মিয়া, বালাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি মোঃ আব্দুল হক, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মোঃ আনহার মিয়া চেয়ারম্যান উপজেলাবাসীর পক্ষ থেকে দলের খেলোয়াড়, কোচ ও কর্মকর্তাদের প্রতি কৃতজ্ঞতা এবং অভিনন্দন জ্ঞাপন করেছেন।