রবিবার, ৭ ডিসেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ | ২৩ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
Sex Cams

বাংলাদেশে প্রবেশ করে কৃষক ধরতে গিয়ে ধরা খেল বিএসএফ, বিজিবির পায়ে পড়ে ক্ষমা চাইল



ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ-এর দুই সদস্য আন্তর্জাতিক সীমান্ত অতিক্রম করে বাংলাদেশের অভ্যন্তরে ঢুকে বাংলাদেশি কৃষকদের ধরে নেওয়ার চেষ্টা করার ঘটনায় শেষ পর্যন্ত ক্ষমা চেয়ে ফিরে গেছেন।

মঙ্গলবার (২৯ এপ্রিল) প্রবাসী অনুসন্ধানী সাংবাদিক জুলকারনাইন সায়ের খান সামি তাঁর ভেরিফায়েড ফেসবুক আইডিতে এ সংক্রান্ত একটি ভিডিও পোস্ট করেন। ভিডিওটির ক্যাপশনে তিনি বিএসএফ সদস্যদের ক্ষমা চাওয়ার বিষয়টি উল্লেখ করেন।

জুলকারনাইন সায়ের খান সামি তাঁর পোস্টে লেখেন, সম্প্রতি দুইজন বিএসএফ সদস্য নিজ নিজ অস্ত্রসহ আন্তর্জাতিক সীমান্ত পেরিয়ে বাংলাদেশের ভিতরে প্রবেশ করেন এবং বাংলাদেশি কৃষকদের ধরে নিয়ে যাওয়ার চেষ্টা করেন। এ খবর জানামাত্রই কাছাকাছি থাকা বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যান।

তিনি আরও জানান, সাধারণ মানুষ ও বিজিবি সদস্যরা একসঙ্গে চেষ্টা চালিয়ে অস্ত্রসহ ওই দুই বিএসএফ সদস্যকে আটক করেন। পরে তারা ক্ষমা চাইলে যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে বিএসএফ কর্তৃপক্ষের কাছে তাদের হস্তান্তর করা হয়।

ভিডিওতে দেখা যায়, নিজেদের বাঁচাতে দুই বিএসএফ সদস্য বিজিবির সঙ্গে ধস্তাধস্তি করেন। একপর্যায়ে তারা মাটিতে পড়ে যান এবং পরে বিজিবি সদস্যদের পায়ে ধরে কাকুতি-মিনতি করতে থাকেন। ইতোমধ্যে ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

শেয়ার করুন:

প্রিন্ট করুন প্রিন্ট করুন

error: Content is protected !!