শনিবার, ২৩ অগাস্ট ২০২৫ খ্রিস্টাব্দ | ৮ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
Sex Cams

বালাগঞ্জ-ফেঞ্চুগঞ্জ সড়ক রক্ষায় বিভাগীয় কমিশনার বরাবর স্মারকলিপি



বিগত কয়েক বছর যাবৎ কুশিয়ারা নদী ভাঙ্গনের শিকার বালাগঞ্জ-ফেঞ্চুগঞ্জ সড়ক সুরক্ষা ও নদীখননের দাবিতে সিলেটের বিভাগীয় কমিশনার বরাবর এলাকাবাসীর পক্ষ থেকে স্মারকলিপি প্রদান করা হয়েছে। আজ বুধবার (৩০ এপ্রিল) দুপুরে বিভাগীয় কমিশনার খান মো. রেজা উন নবীর কাছে আনুষ্ঠানিকভাবে এ স্মারকলিপি প্রদান করা হয়। স্মারকলিপি গ্রহণ করে তিনি এ ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আশ্বাস প্রদান করেন।

স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন এনসিপির কেন্দ্রীয় সদস্য ব্যারিস্টার নূরুল হুদা জুনেদ। এছাড়া এলাকাবাসীর পক্ষে উপস্থিত ছিলেন ওমর (রা.) দাখিল মাদ্রাসার রেক্টর আব্দুল আহাদ সিদ্দিকী, হরিশ্যাম গ্রামের আইনুল মিয়া, মৈষাসী এলাকার মিজানুর রহমান, আল আমীন, পাবেল আহমদ, বালাগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক প্রিন্সিপাল মো. আমির আলী প্রমুখ।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, স্মারকলিপিতে বালাগঞ্জ-ফেঞ্চুগঞ্জ সড়কের স্থানীয় আমজুর এলাকায় দীর্ঘ কয়েক বছর যাবৎ অব্যাহত নদীভাঙ্গন প্রতিরোধ, সড়ক সংস্কার এবং নদীর দক্ষিণ পাড়ে মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলার অংশে নদীখননের দাবি জানানো হয়েছে।

শেয়ার করুন:

প্রিন্ট করুন প্রিন্ট করুন